For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বঙ্গ বিজেপির

মাইক বাজানোর অনুমতি নিয়ে বিজেপির আবেদনকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি ও মার্চ মাসে মাইক বাজানোর অনুমতি দেওয়া হোক। এই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে দাঁড়িয়ে বিজেপির আবেদনকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বিজেপির

ঘটনা হল, ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার নিয়ম করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে লাউডস্পিকার বাজানো যাবে না। তা নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এই সময়টা স্কুল-কলেজের নানা পরীক্ষা থাকে, বোর্ডের পরীক্ষা থাকে।

সেই নিয়মের বিরুদ্ধেই আদালতে গিয়েছিল বিজেপি। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, নির্বাচনী প্রচারের চেয়ে শিশুদের পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে বঙ্গ বিজেপি মমতার অর্ডারের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিল তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

[আরও পড়ুন:ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের ][আরও পড়ুন:ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের ]

বিজেপির দাবি ছিল, লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারকে স্তব্ধ করতে এই নিয়ম চালু হয়েছে। বিজেপির সমর্থনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার। এছাড়া নির্বাচনের আগে কোনও দলের স্বাধীনতার অধিকারও এই নিয়মের ফলে ভঙ্গ হচ্ছে বলে আদালতে দাবি করে বিজেপি। যদিও আদালত এই বিষয়গুলিকে ততটা গুরুত্ব দেয়নি।

[আরও পড়ুন: রাজীব কুমারকে জেরার হ্যাটট্রিক, আজ কি মুক্তি সিবিআই নাগপাশ থেকে ][আরও পড়ুন: রাজীব কুমারকে জেরার হ্যাটট্রিক, আজ কি মুক্তি সিবিআই নাগপাশ থেকে ]

প্রসঙ্গত, এর আগে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ধাক্কা খেয়েছে বিজেপি। শীর্ষ আদালত সেই অনুমতি দেয়নি আইন শৃঙ্খলার অবনতি হবে দেখে। আর এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতে গিয়ে ধাক্কা খেতে হল গেরুয়া শিবিরকে।

[আরও পড়ুন: সিবিআই ডেরায় পৌঁছলেন কুণাল, হাতে কোন ফাইল নিয়ে ঢুকলেন তিনি][আরও পড়ুন: সিবিআই ডেরায় পৌঁছলেন কুণাল, হাতে কোন ফাইল নিয়ে ঢুকলেন তিনি]

English summary
SC upholds Bengal ban on loudspeakers in February-March, filed by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X