For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের নির্দেশ! তফশিলি জাতি, উপজাতি আইন সংশোধনীর বৈধতা বহাল

সুপ্রিম কোর্টের নির্দেশ! তফশিলি জাতি, উপজাতি আইন সংশোধনীর বৈধতা বহাল

  • |
Google Oneindia Bengali News

তফশিলি জাতি উপজাতি সংশোধনী আইন ২০১৮ বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই আইনে তফশিলি জাতি উপজাতিদের ওপর হামলাকারীর অন্তর্বর্তী জামিনের সংস্থান রাখা হয়নি। সুপ্রিম কোর্টের অপর এক নির্দেশে এই আইনের ধারাগুলির কার্যকারীতা হ্রাস পেয়েছিল।

 সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ

সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি বরীন্দ্র ভাট তফশিলি জাতি, উপজাতি সংশোধনী আইন ২০১৮ বহাল রাখেন।

আইনকে লঘু করা হবে না, ছিল ইঙ্গিত

আইনকে লঘু করা হবে না, ছিল ইঙ্গিত

তবে ২০১৯-এর অক্টোবরেই বেঞ্জের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল সংশোধনী বহাল রাখার বিষয়ে। ৩ বিচারপতি বলেছিলেন, আইনের কোনও বিধানই লঘু করা হবে না। কিংবা বাদ দেওয়াও হবে না। আইন যা ছিল তাই থাকবে। এই আইনে পুলিশ কোনও অভিযোগ পেলে প্রাথমিক তদন্ত শুরু করতে পারবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই সময় এসসি এসটি আইন সম্পর্কিত রায় প্রত্যাহার করে নিয়েছিল সুপ্রিম কোর্ট।

২০ মার্চ, ২০১৮-র নির্দেশের বিরুদ্ধে কেন্দ্র আবেদন

২০ মার্চ, ২০১৮-র নির্দেশের বিরুদ্ধে কেন্দ্র আবেদন

কেন্দ্রের তরফে সর্বোচ্চ আদালতের কাছে ২০ মার্চ, ২০১৮-র নির্দেশের রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। কেননা মার্চের রায়ের ফলে এসসি এসটি আইনে আওতায় গ্রেফতারের সংস্থান কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

১৯৮৯ সালে চালু হয়েছিল আইন

১৯৮৯ সালে চালু হয়েছিল আইন

তফশিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দমনের জন্য ১৯৮৯ সালে তৎকালীন রাজীব গান্ধীর সরকার অস্পৃশ্যতা রোধ করতে এবং সমতা লাগু করতে আইন প্রণনয় করেছিল।

'কাগজ দেখাব না ,বুক চিতিয়ে বলব মার গুলি', সিএএ থেকে 'ভারতের প্রতি প্রেম' নিয়ে সরব আওয়েসি'কাগজ দেখাব না ,বুক চিতিয়ে বলব মার গুলি', সিএএ থেকে 'ভারতের প্রতি প্রেম' নিয়ে সরব আওয়েসি

English summary
SC uphelds SCs, STs amendment act 2018, that rule out any provision for anticipatory bail for a person accused of atrocities against SCs, STs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X