For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বেতন নিয়ে 'সুপ্রিম' বার্তা কেন্দ্রকে

করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বেতন নিয়ে 'সুপ্রিম' বার্তা কেন্দ্রকে

Google Oneindia Bengali News

দেশের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা ভারতেরকোরনা যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা। আর তাঁদের বেতন যেন কোনও ক্রমেই আটকানো না হয় ,তার জন্য সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিল কেন্দ্রকে।

 করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বেতন নিয়ে সুপ্রিম বার্তা কেন্দ্রকে

কোনও মতেই দেশের করোনা যোদ্ধা চিকিৎসকদের বেতন সময় পার হওয়ার পর দেওয়া যাবে না, একই পন্থা স্বাস্থ্য কর্মী , নার্সদের জন্য প্রযোজ্য। নির্দিষ্ট সময়ে তাঁদের বেতন দিয়ে দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

করোনার চিকিৎসা করতে গিয়ে বা অন্য কোনও কারণে যদি কোনও করোনা যোদ্ধা কোভিড আক্রান্ত হন, তাহলে সেই চিকিৎসার সময়কে ছুটি বলে ধরা হবে কি না , তা নিয়েও কেন্দ্রকে কড়া বিচারের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

২০৫ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে সামনে রেখে সুপ্রিম কোর্ট এদিন এই নির্দেশ দেয়। কেন্দ্রকে সুপ্রিমকোর্ট জানায় যে কারোর হাত বাঁধা নেই। ডিএম অ্যাক্ট ২০০৫ এর আওতায় চটজলদি এই যোদ্ধাদের বেতন সময়ে দেওয়া যাবে।

ঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলেঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলে

English summary
SC tells Centre to ensure timely payment of salaries to Covid battling healthcare workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X