For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলায় শুনানি শেষ বুধবারই! সুপ্রিম নির্দেশিকায় তৎপরতা তুঙ্গে, রায়ের অপেক্ষা

অযোধ্যা মামলা অবিলম্বে শেষ করতে সুপ্রিম নির্দেশিকা দিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে বুধবারের মধ্যে শুনানি শেষ করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলা অবিলম্বে শেষ করতে সুপ্রিম নির্দেশিকা দিল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে বুধবারের মধ্যে শুনানি শেষ করতে হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ৩৯ দিন ধরে রাম জন্মভূমি-বাবরি মসজিদ শীর্ষক মামলার শুনানি চলছে। সেই মামলায় শুনানির শেষ দিন একদিন এগিয়ে আনা হল।

অযোধ্যা মামলায় শুনানি শেষ বুধবারই! সুপ্রিম নির্দেশিকায় তৎপরতা তুঙ্গে, রায়ের অপেক্ষা

এই মামলার শুনানি শেষ হওয়ার কথা ছিল ১৮ অক্টোবর। আগে থেকেই এই সময়সীমা বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরে একদিন এগিয়ে ১৭ অক্টোবর করা হয়েছিল শুনানির শেষ দিন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবারের পরিবর্তে বুধবারের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে হবে।

এই মামলায় সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এই সময়সীমা প্রদান করে শীর্ষ আদালত জানিয়েছে, হিন্দু ও মুসলিম দলগুলিকে চূড়ান্ত প্রমাণ দাখিল ও শুনানির জন্য বুধবার পর্যন্ত সময় দেওয়া হল। শুনানি শেষ হলে রায়দান প্রক্রিয়া শুরু হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস এ নাজিরের সমন্বয়ে গঠিত বেঞ্চকে ১৭ নভেম্বরের মধ্যে এই রায় ঘোষণা করতে হবে। কারণ প্রধান বিচারপতি ওই দিন অবসর নিচ্ছেন। যদি তাঁর অবসর গ্রহণের আগে রায় না দেওয়া হয়, তবে পুরো বিষয়টি নতুন করে শুনতে হবে।

সিজেআই এর আগে বলেছিলেন যে, বেঞ্চের রায় লেখার জন্য চার সপ্তাহ সময় লাগবে এবং আদালত যদি এই সময়ের মধ্যে রায় প্রদান করে তবে এটি একটি 'অলৌকিক' কাজ হবে। আদালতে কয়েক দশক ধরে বিচারাধীন এই মামলায় শুনানি ত্বরান্বিত করেছিলেন প্রধান বিচারপতি।

English summary
Supreme Court says looks forward to concluding the hearing of Ajodhya land dispute case on Wednesday. SC asked the parties to wrap up their arguments,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X