For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের সংকট কি আদৌ মিটল, যা জানাল বার কাউন্সিল

সুপ্রিম কোর্টের ৪ জন বিদ্রোহী বিচারপতিদের সাংবাদিক সম্মেলনের পর থেকেই তোলপাড় চলছে দেশের বিচারবিভাগ সম্পর্কিত সব মহলেই।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের ৪ জন বিদ্রোহী বিচারপতিদের সাংবাদিক সম্মেলনের পর থেকেই তোলপাড় চলছে দেশের বিচারবিভাগ সম্পর্কিত সব মহলেই। দেশের সর্বোচ্চ আদালতের ৪ বিচারপতি সুপ্রিমকোর্টের পরিচালন ব্যবস্থা নিয়ে নানা নেতিবাচক বিষয় তুলে ধরেন। এবার সেই প্রসঙ্গকে কার্যত কিছুটা ধামাচাপা দেওয়ার সুরেই বার্তা দিল।

সুপ্রিম কোর্টের সংকট কি আদৌ মিটল, যা জানাল বার কাউন্সিল

[আরও পড়ুন:বাবার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ নেই, কেন এমন বললেন বিচারক লোয়ার ছেলে][আরও পড়ুন:বাবার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ নেই, কেন এমন বললেন বিচারক লোয়ার ছেলে]

এদিন এক সাংবাদিক বৈঠকে বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানান মিশ্র জানিয়েছেন, গোটা বিষয়টি আভ্যন্তরীণ একটি বিষয়। যা আপাতত সমাধান হয়ে গিয়েছে। বার কাউন্সিলের সদস্যরা সুপ্রিমকোর্টের ১৫ জন বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন এই সংকটের বিষয়ে। বৈঠক করেছেন চিফ জাস্টিসের সঙ্গেও। আর এখন 'গল্প শেষ', বলে মন্তব্য করেন মানান মিশ্র। পাশাপাশি তাঁর বক্তব্য , এই ইস্যুতে যেন কোনও রাজনৈতিকে দলের ফায়দা তোলা উচিত নয়।

এরপরই বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে বার কাউন্সিলের চেয়ারম্যান জানান, ' কেন বিচারপতি লোয়ার মৃত্যুকে এর মধ্যে টেনে আনা হচ্ছে? আপনার দেখনেই তো, যে বিচারপতি লোয়ার পরিবারও জানিয়েছে যে এই মৃত্যু নিয়ে তাঁদের কোনও সংশয় নেই। ' উল্লেখ্য়, এর আগে , রবিবার বিচারপতি লোয়ার পরিবার জানিয়েছে যে, তাঁর মৃত্যুকে নিয়ে যেন কোনও রাজনীতি না করা হয়। বিচারপতি লোয়ার ছেলে অনুজ জানান, যে তাঁর বাবার মৃত্যুর কারণ নিয়ে কোনও সন্দেহ নেই তাঁর মনে।

এদিকে, অন্য়ান্য দিনের মতো এদিনও নিয়ম মাফিক সুপ্রিমকোর্টে আসেন ওই ৪ বিক্ষুব্ধ বিচারপতি। বিচারপতি চেলামেশ্বর, কুরিয়ান জোসেফ, রঞ্জন গগৈ, মদন লোকুর এই ৪ জন বিচারপতি এর আগে শুক্তবার সুপ্রিমকোর্টের কয়েকটি ব্যবস্থাপণ নিয়ে প্রশ্ন তোলেন। আর তাঁরা আজ ফের আদালতের কাজে যোগ দেওয়ায়, সমস্ত পরিস্থিতি ঠিক রয়েছে বলে জানানো হয়েছে অ্যটর্নি জেনালেরে তরফে।

English summary
The rift between the Chief Justice of India (CJI) and four senior Supreme Court judges has been "laid to rest," the Bar Council of India (BCI) said on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X