For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপ্রিম' ধাক্কা খেলেন শশীকলা, খারিজ হল রিভিউ পিটিশন, থাকতে হবে জেলেই

জেলেই থাকতে হবে প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা নটরাজনকে, তাঁর শাস্তি কমানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জেলেই থাকতে হবে প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা নটরাজনকে। তাঁর শাস্তি কমানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় তাঁর কারাদণ্ডের রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল এদিন।

'সুপ্রিম' ধাক্কা খেলেন শশীকলা, খারিজ হল রিভিউ পিটিশন, থাকতে হবে জেলেই

বুধবার শুনানি চলাকালীন সুপ্রিমকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশেই জেলে রয়েছেন শশীকলা। ফলে তাঁদেরই দেওয়া নির্দেশের পুনর্বিচার করার কোনও যুক্তি হয় না বলে জানিয়ে দিয়েছে আদালত। রিভিউ পিটিশনে শশীকলা জানিয়েছিলেন, তিনি কোনও সরকারি চাকুরে নন, তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন প্রয়োগ করা যায় না। তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন শশীকলা।

বেহিসেবি সম্পত্তির মামলায় নিম্ন আদালত জয়ললিতা, শশীকলা সহ চারজনকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়ার পরই কর্নাটক হাইকোর্টে যান শশীকলারা। কিন্তু কর্নাটক হাইকোর্ট তাঁদের বেকসুর খালাস করে। এরপরই কর্নাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় কর্নাটক সরকার। সেখানেই দীর্ঘদিন ধরেই এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখে সুপ্রিমকোর্ট। ইতিমধ্যেই মৃত্যু হয় জয়ললিতার। ফলে সমস্ত অভিযোগ, অপরাধ থেকে মুক্তি দেওয়া হয় তাঁকে। কিন্তু জয়ললিতার মৃত্যুর পর যখন সবে শশীকলা দলে জাঁকিয়ে বসতে শুরু করেছেন, সময়েই সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় জেলেই যেতে হবে শশীকলাকে। তারপর থেকে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলেই রয়েছেন শশী।

[আরও পড়ুন: শশীকলার ভিডিও ফুটেজ প্রকাশের পর ফের বোমা ফাটালেন ডি রূপা][আরও পড়ুন: শশীকলার ভিডিও ফুটেজ প্রকাশের পর ফের বোমা ফাটালেন ডি রূপা]

English summary
Sashikala Natarajan has to stay in jail as Supreme Court rejects her review petition.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X