For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত'-এর মুক্তি রোখা নিয়ে আবারও আবেদন সুপ্রিমকোর্টে, কী বলছে আদালত

শুক্রবার, পদ্মাবত-কে দেওয়া সেন্সর বোর্ডের ছাড়পত্র বাতিল করার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। যদিও সেই পিআইএল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

  • |
Google Oneindia Bengali News

'পদ্মাবত' ২৫ জানুয়ারি সব রাজ্যে মুক্তি পাবে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ সত্ত্বেও বৃহস্পতিবার থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে রাজপুত কর্নি সেনা। ৩ টি বিজেপি শাসিত রাজ্য ফের একবার পদ্মাবত -কে নিষিদ্ধ করার জন্য আইনি পথে হাঁটবার কথা ভাবছে। আর এরই মধ্যে শুক্রবার, পদ্মাবত-কে দেওয়া সেন্সর বোর্ডের ছাড়পত্র বাতিল করার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। যদিও সেই পিআইএল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

'পদ্মাবত'-এর মুক্তি রোখা নিয়ে আবারও আবেদন সুপ্রিমকোর্টে, যা জানাল আদালত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র , বিচারপতি এ এম খানউইলকার, ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এক আবেদনে জানানো হয়, যে ছবি মুক্তি পেলে তা জীবন, সম্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে। যদিও এই আবেদন সরাসরি খারিজ করে সর্বোচ্চ আদালত জানিয়েছে যে , আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের দায়িত্ব। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তি মেনে একটি নির্দেশ দেওয়া হয়েছে, সেন্সর বোর্ড একবার ছাড়পত্র দিলে তার মধ্যে নাক গলানোর কোনও সুযোগ নেই।

এর আগে, বৃহস্পতিবার সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবি 'পদ্মাবত'-কে সমস্ত রাজ্যে মুক্তি দেওয়া হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এরপরই ছবিকে নিষিদ্ধ করা নিয়ে আইনি পথে হাঁটবার কথা ভাবতে শুরু করে বিজেপি শাসিত, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা সরকার। তবে এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি রাজ্যগুলির তরফে।

English summary
SC rejects plea to cancel CBFC certificate, says maintaining law and order state’s job.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X