৭ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টের পদক্ষেপের পর এই সিদ্ধান্ত নিল ভারত
৭ জন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত যাতে না পাঠানো হয়, তার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে এক পিটিশন দায়ের হয়। যে আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। ফলে ওই ৭ জন রোহিঙ্গাকে আজই মায়ানমারের হাতে তুলে দিতে চলেছএ ভারত।

২০১২ সাল থেকে অসমের জেলে বন্দি রয়েছে ওই ৭ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা। আজ মণিপুরের মোরে বর্ডারে ওই ৭ জনকে মায়ানমার প্রশাসনের হাতে তুলে দেবে ভারত সরকার। যদিও ওই রোহিঙ্গাদের মায়ানামারের হাতে যাতে না তুলে দেওয়া হয় তার জন্য উদ্যোগ নেয় রাষ্ট্রসংঘও। ভারতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও করা হয়। বলা হয়, মায়ানমারে এখন যা পরিস্থিতি তাতে এই ৭ জনের নিরাপত্তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে রাষ্ট্রসংঘের বক্তব্যের প্রেক্ষিতে কিছু জানায়নি ভারত।
[আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে ভারতকে কোন বার্তা রাষ্ট্রসংঘের! উস্কে গেল 'অবৈধ অনুপ্রবেশকারী' প্রসঙ্গ ]
উল্লেখ্য, রোহিঙ্গাদের মায়ানমারে পাঠিয়ে দেওয়ার ইস্যুতে শীর্ষ আদালতে আবেদন করেন দুই রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন করা হয়। তবে সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট।
[আরও পড়ুন: অমিত শাহের ইচ্ছা! দিলীপ-রাহুলদের পিছনে ফেলে অনেকটাই এগোলেন মুকুল, জেনে নিন বিস্তারিত]