নির্ভয়া গণধর্ষণের দোষী মুকেশ সিংয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনার অন্যতম দোষী মুকেশ সিংয়ে আবেজন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মুকেশ সিং শীর্ষ আদালতের কাছে সোমবার জরুরি শুনানির জন্য আবেদন করে।

সোমবার মুকেশ তার আবেদনের শুনানি জরুরি ভিত্তিতে সোমবার করতে চাইলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়ে জানিয়েছে ১৬ মার্চ এই আবেদনের শুনানি হবে। এর আগে শীর্ষ আদালত রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে দোষী মুকেশ সিংয়ের আর্জি নাকচ করে দিয়েছিলেন, সমস্ত প্রাসঙ্গিক রেকর্ড অনুযায়ী আদালতের রায় এমএইচএ রাম নাথ কোবিন্দের সামনে রাখা হয়েছিল। শীর্ষ আদালত তখনই বলেছিল যে এই আবেদনের কোনও যোগ্যতা নেই।
শীর্ষ আদালত বলেছিল যে 'জেল ভোগ করছি এটা কোনওভাবেই রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার আবেদন খারিজের বিরুদ্ধে চ্যালেঞ্জ হতে পারে না।’
দিল্লির কোর্টের পক্ষ থেকে ২০ মার্চ নির্ভয়া দোয়ীদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে।