লাভ জিহাদ মামলায় কেরল হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন সুপ্রিমকোর্টের
লাভ জিহাদ নিয়ে কেরল হাইকোর্টের রায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিমকোর্ট। হিন্দু মহিলা আখিলা ওরফে হাদিয়ার সঙ্গে মুসলিম যুবক শাফিন জাহানের বিয়ে বিয়ে বাতিল করার নির্দেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। কেরল হাইকোর্টের রায় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। এর আগে গত ১৮ই অগাস্ট এই মামলার শুনানিতে লাভ জিহাদের বিষয়টি খতিয়ে দেখতে এআইএ-কে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

এদিন শাফিনের পক্ষের আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, দুই শীর্ষ মুসলিম বিজেপি নেতাও হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, তাহলে কী আদালত তাঁদের ক্ষেত্রেও এনআইএ তদন্তের নির্দেশ দেবে। এনআইএ তদন্তের নির্দেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ভুল বার্তা দেবে বলে দাবি করেন শাহিনের আইনজীবী দাভে। এদিন আদালতে গলা চড়িয়ে দাভে দাবি করেন, এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে আদালত এক্তিয়ার বহির্ভূত কাজ করেছে, কারণ এই মামলায় কোনও পক্ষই এনআইএ তদন্তের দাবি করেনি।
তবে সলিসিটার জেনারেল তুষার মেহতা অবশ্য এনআইএ তদন্তের পক্ষেই সওয়াল করেছেন। তাঁর দাবি, একটা একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এভাবেই বহু হিন্দু মেয়ের ধর্মান্তরণ হচ্ছে তা জানা দরকার। দুপক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত বলে, এখানে কোনও ষড়য়ন্ত্রের ছক থাকুক বা না থাকুক, কিন্তু কেরল হাইকোর্ট এবাবে ক্ষমতা প্রয়োগ করে বিয়ে ভেঙে দিতে পারে কিনা তা থতিয়ে দেখা দরকার।