For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা নিয়ে ত্রুটিপূর্ণ আবেদন! প্রশ্ন তুলে আবেদনকারীকে কী জানাল শীর্ষ আদালত

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হয় পিটিশন। সেই পিটিশন নিয়ে এদিন আবেদনকারীর কাছে কার্যত প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হয় পিটিশন। সেই পিটিশন নিয়ে এদিন আবেদনকারীর কাছে কার্যত প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত। পিটিশনটি ত্রুটি পূর্ণ ছিল বলে জানায় সুপ্রিমকোর্ট।

৩৭০ ধারা নিয়ে ত্রুটি পূর্ণ পিটিশন সুপ্রিম কোর্টে! প্রশ্ন তুলে আবেদনকারীকে কী জানাল শীর্ষ আদালত

প্রসঙ্গত, আইনজীবী এম এল শর্মা সুপ্রিমকোর্টে একটি পিটিশন দায়ের করে প্রশ্ন তোলেন , যে 'এটা কী ধরনের পিটিশন? এটাকে বাতিল করা হতে পারে। তবে আরও ৫টি আবেদন রয়েছে ..।' মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ জানান, ৩০ মিনিট ধরে তিনি এই পিটিশন পড়ে কোনও মানে উদ্ধরা করতে পারেননি। সুপ্রিম কোর্ট এরপরই আইনজীবীকে জানান, পিটিশনে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে তা মিটিয়ে নেওয়া হোক। এরপরই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়াকে কেন্দ্র করে সমস্য ৬ টি পিটিশনের যে শুনানির কথা ছিল, সেই মামলা আজকের মতো মুলতুবি করা হয়েছে।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

শুধু আইনজীবী এম এল শর্মা নন, কাশ্মীরের আইনজীবী শবির শাকিলকেও একই কারণে ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্চের মুখ্য বিচারপতি। আদালত এদিন কাশ্মীর পরিস্থিতি নিয়ে জানিয়ে দিয়েছে, ধীরে ধীরে কাশ্মীরের পরিস্থিতি শান্ত হয়েছে। সেখানে মিডিয়ার ওপর থেকেও বিভিন্ন বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে। আশা প্রকাশ করা হয়েছে যে আগামী দিনে কাশ্মীরে বন্ধ থাকা ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও চালু হয়ে যাবে।

English summary
SC pulls up Petitioner over defective pleas on Article 370.The SC questioned lawyer petitioner ML Sharma, saying that his petition against Centre's move on Article 370 has "no meaning".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X