For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘৃণাত্মক বক্তব্য রোধে পুলিশকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ, সুপ্রিম-বার্তা হিন্দু সমাজকে

আবেদনকারীর পক্ষে আইনজীবী কপিল সিব্বলের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ওই সভার ভিডিওগ্রাফ করার।

  • |
Google Oneindia Bengali News

ঘৃণাত্মক বক্তব্য রোধে কড়া হল সুপ্রিম কোর্ট। অবিলম্বে পুলিশকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। শুক্রবার সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র রাজ্যের তরফে দেওয়া প্রতিশ্রুতি রেকর্ড করেছে।

যদি ৫ ফেব্রায়ারি সকল হিন্দু সমাজকে সভা করার জন্য অনুমতি দেওয়া হয়, তবে তা শর্তসাপেক্ষে দেওয়া হবে। সেই শর্ত হল- কেউ কোনো বিদ্বেষমূলক বক্তব্য রাখবে না। কেউ কোনও বিদ্বেষমূলক কাজ করবে না। আইন অমান্য করা চলবে না। এবং কোনও বিশৃঙ্খলা করা যাবে না।

ঘৃণাত্মক বক্তব্য রোধে পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের সলিসিটর জেনারেল তুষার হেহতা বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি জেপি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। সংগঠনের প্রস্তাবিত সভা নিষিদ্ধ করার আবেদনের শুনানি চলাকালীন এই প্রতিশ্রুতি দেন তিনি।

গত ২৯ জানুয়ারি মুম্বইয়ে সকল হিন্দু সমাজ দ্বারা অনুষ্ঠিত হিন্দু সমাজের এক সভায় মুসলিমবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য পেশ করা হয়। তার পরিপ্রেক্ষিতে শাহিন আবদুল্লার এই ঘটনা আদালতের হস্তক্ষেপ দাবি করেন। প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আবেদনকারীর পক্ষে পিটিশন দাখিল করেন।

তিনি বলেন, পুলিশকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা প্রয়োগ করা উচিত। এই কা্রযবিধি প্রয়োগে পুলিশ গ্রেফতারির ক্ষমতাপ্রদান করা যাবে। এই ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে। কপিল সিব্বল এই দাবির বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

এরপর বিচারপতিদের ডিভিশন বেঞ্চ নিম্নলিখিত নির্দেশ দেয়। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানায়, আমরা আরও নির্দেশ দিচ্ছি যে, অফিসারদের যদি অনুমতি দেওয়া হয় এবং ১৫১ ধারার অধীনে ক্ষমতা প্রয়োগের জন্য অনুমতি দেওয়া হয়, তবে পুলিশ কর্তাদের ১৫১ ধাকা প্রয়োগ করা কর্তব্য বলে গণ্য হবে।

আবেদনকারীর পক্ষে আইনজীবী কপিল সিব্বলের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ওই সভার ভিডিওগ্রাফ করা উচিত এবং আদালতে তা হলফনামা আকারে পেশ করা উচিত। সুপ্রিম কোর্ট একইসঙ্গে পুলিশ পরিদর্শক নিয়োগের নির্দেশ জারি করেছে। সলিসিটর জেনারেলকে রাজ্যের কী মত তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির সময় সলিসিটর জেনারেল পিটিশনের তীব্র বিরোধিতা করে বলেন, কেন কেরালার একজন আবেদনকারী মহারাষ্ট্রের একটি ইভেন্ট নিয়ে উদ্বিগ্ন হলেন। এখন এখানে বাছাই করা মামলার শুনানি হচ্ছে। এই অগাস্ট ফোরামকে কি এভাবে অপব্যবহার করা যেতে পারে? এ প্রশ্নও ছুড়ে দেন সলিসিটর জেনারেল। ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠানটি বন্ধ করার পরামর্শও দেওয়া হয়।

English summary
Supreme Court orders to police to take preventive action against hate speech and directs to videography.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X