For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই গৃহযুদ্ধে 'সুপ্রিম' নির্দেশ, তদন্ত নিয়ে কোন বার্তা শীর্ষ আদালতের

সিবিআই গৃহযুদ্ধ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছএ সুপ্রিম কোর্ট। এদিন, সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মার দায়ের করা পিআইএল এর শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন

  • |
Google Oneindia Bengali News

সিবিআই গৃহযুদ্ধ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছএ সুপ্রিম কোর্ট। এদিন, সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মার দায়ের করা পিআইএল এর শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যেন নিজেদের তদন্ত করবে। আগামী ২ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে অলোক বর্মার বিরুদ্ধে তদন্তের কাজ। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ঘিরে সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে , সেখানে নাগেশ্বর রাওকে অন্তর্বতীকালীন সিবিআই ডিরেক্টরের পদে আনা হয়। আর সেই মর্মেই এই পিআইএল দায়ের করেন অলোক বর্মা।

সিবিআই গৃহযুদ্ধে সুপ্রিম নির্দেশ, তদন্ত নিয়ে কোন বার্তা শীর্ষ আদালতের

এবিষয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। চিফ জাস্টিস রঞ্জন গগৈ জানিয়েছেন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বি সিভিসি ১০ দিনের মধ্যে তদন্তের কাজ শুরু করবে।

তদন্ত প্রক্রিয়ায় অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এক পট্টনায়ক থাকবেন। স্পষ্ট নির্দেশে সুপ্রিমকোর্ট জানিয়েছে, অলোক বর্মার বিরুদ্ধে ১০ দিনের মাথায় শেষ করতে হবে তদন্ত। নির্দেশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নাগেশ্বর রাও এই কয়েকদিন রুটিন দায়িত্ব পালন করবেন। তিনি কোনও নীতিগত সিদ্ধান্ত এই সময়ে নিতে পারবেন না।উল্লেখ্য, আরেকটি পৃথক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাও। এবিষয়ে মামলার পরবর্তী শুনানির দিন ১২ নভেম্বর ধার্য করা হয়েছে।

এদিকে, সিবিআই অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস। সিবিআইয়ের লখনউয়ের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ বব্বর।

English summary
The Supreme Court is hearing the plea filed by CBI director Alok Verma against the government's order of divesting of all duties and sending him on leave. CBI Special Director Asthana also moved the Supreme Court on Friday morning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X