For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিমকোর্টে ইয়েচুরির আবেদন! কাশ্মীরের সিপিএম নেতাকে এইমসে ভর্তির নির্দেশ

অসুস্থ জম্মু ও কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লির এইমসে ভর্তি করানোর জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

অসুস্থ জম্মু ও কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লির এইমসে ভর্তি করানোর জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৫ অগাস্ট থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে ইউসুফ তারিগামিকে। ওইদিনই রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিল রতে বিল পাশ করানো হয়েছিল।

সুপ্রিমকোর্টে ইয়েচুরির আবেদন! কাশ্মীরের সিপিএম নেতাকে এইমসে ভর্তির নির্দেশ

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সময় এবং কীভাবে ওই নেতাকে দিল্লিতে আনা হবে, তা প্রশাসনই ঠিক করবে, সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলে। আদেশে এত বলা হয়েছে তারিগামির স্ত্রী কিংবা পরিবারের সদস্য ওই নেতার সঙ্গে থাকতে পারবেন।

সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস দাখিলের পর সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে কাশ্মীর যাওয়ার অনুমতি দিয়েছিল সর্বোচ্চ আদালত। গত সপ্তাহে তিনি সেখানে গিয়েছিলেন। এরপর সোমবার সুপ্রিম কোর্টের কাছে, মুখবন্ধ করা খামে তাঁর সফর সম্পর্কে রিপোর্ট জমা দেন।

[আরও পড়ুন:প্রতারণার মামলায় হাইকোর্ট অস্বস্তি বাড়াল মুকুল রায়ের][আরও পড়ুন:প্রতারণার মামলায় হাইকোর্ট অস্বস্তি বাড়াল মুকুল রায়ের]

২৮ অগাস্ট প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ ( বাকি দুই সদস্য ছিলেন বিচারপতি এসএ ববদে এবং এস আব্দুল নাজির) ইয়েচুরিকে জম্মু ও কাশ্মীর সফরের অনুমতি দিয়েছিল। সেখানে শুধুমাত্র তারিগামির সঙ্গে দেখা করার উল্লেখ ছিল। অন্য কোনও কারণ ছিল না। যদি তিনি তা করতেন তাহলে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য করা হত।

 [আরও পড়ুন: দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন সনিয়ার! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা কমালেন] [আরও পড়ুন: দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন সনিয়ার! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা কমালেন]

English summary
Supreme Court Thursday ordered authorities to shift ailing CPI(M) leader Mohammed Yousuf Tarigami from Srinagar to AIIMS in New Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X