For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে কাল চূড়ান্ত ক্লাইম্যাক্সের অপেক্ষা! সুপ্রিম নির্দেশের পর প্রোটেম স্পিকারের দৌড়ে কারা

মহা-নাটকের অবসান সম্ভবত আগামীকালের মুম্বই দেখতে চলেছে। মহারাষ্ট্রে গত ২৪ তারিখ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়। এরপর কেটে গিয়েছে এক মাস।

  • |
Google Oneindia Bengali News

মহা-নাটকের অবসান সম্ভবত আগামীকালের মুম্বই দেখতে চলেছে। মহারাষ্ট্রে গত ২৪ তারিখ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়। এরপর কেটে গিয়েছে এক মাস। তবুও রাজ্যের মানুষ এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন নির্বাচিত সরকারের জন্য। আর এই অপেক্ষা ঘিরে যে চরম রাজনৈতিক নাটকীয়তা গত কয়েকদিনে মারাঠাভূম দেখেছে, তার যবনিকা পতন সম্ভত ঘটতে চলেছে আগামীকাল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় সংগঠিত হবে আস্থাভোট। আর সেখানে প্রোটেম স্পিকার নিযুক্ত করার কথা বলে দিয়েছে দেশের শীর্ষ আদালত। একনজরে দেখে নেওয়া যাক এই প্রোটেম স্পিকারের দৌড়ে কারা কারা রয়েছেন।

প্রোটেম স্পিকার কী?

প্রোটেম স্পিকার কী?

ল্যাটিনে 'প্রোটেম' শব্দের অর্থ 'কিছু সময়ের জন্য'। আর সেখান থেকেই প্রোটেম শব্দটির অর্থ 'অস্থায়ী' হিসাবে প্রচলিত।
প্রোটেম স্পিকার হলেন একজন অস্থায়ী স্পিকার। শপথগ্রহণের জন্য এই অস্থায়ী স্পিকারের নিযুক্তিকরণ করা হয়। বিধানসভায় যিনি সবচেয়ে প্রবীণ তাঁকেই এই পদে আসীন করা হয়। যতক্ষণ না স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হচ্ছেন, তখন এই প্রোটেম স্পিকার হাউসের দায়িত্ব সামলে নেন।

প্রোটোম স্পিকার ও সুপ্রিম কোর্টের বক্তব্য

প্রোটোম স্পিকার ও সুপ্রিম কোর্টের বক্তব্য

সুপ্রিম কোর্ট এদিন সাফ জানিয়েছে, মহারাষ্ট্র যা ঘটছে তাতে ঘোড়া কেনাবেচার আশঙ্কা রয়েছে। ফলে আগামীকালই মহারষ্ট্র বিধানসভায় আস্থাভোট হলে সেই ঘোড়া কেনাবেচ রোখা যাবে। তাই রাজ্যপালকে প্রোটেম স্পিকার নিযুক্ত করে সম্পন্ন করতে হবে আস্থাভোট। এক্ষেত্রে বর্ষীয়ান নেতাদের প্রোটেম স্পিকারের তালিকায় রাখবার প্রসঙ্গ উঠে আসছে।

দৌড়ে রয়েছেন রাধাকৃষ্ণ বিকাশ পাটিল

দৌড়ে রয়েছেন রাধাকৃষ্ণ বিকাশ পাটিল

মহরাষ্ট্র বিধানসভার অন্যতম নির্বাচিত বিধায়ক রাধাকৃষ্ণ বিকাশ পাটিল। ৬০ বছরের এই বিজেপি বিধায়ক এই মুহূর্তে প্রোটেম স্পিকারের দৌড়ে রয়েছেন। মহারাষ্ট্রের দাপুটে বিজেপি নেতা বালাসাহেব বিকাশ পাটিলের ছেলে তিনি।

কালিদাস কোলাম্বকার রয়েছেন দৌড়ে

কালিদাস কোলাম্বকার রয়েছেন দৌড়ে

কালিদাস কোলাম্বকার মহারাষ্ট্রের ওডালা থেকে নির্বাচিত বিজেপি নেতা। টানা ৮ বার কোলাম্বকার নির্বাচিত হয়ে এসেছেন । বর্ষীয়ানদের মধ্যে কোলাম্বকারও রয়েছেন প্রোটেম স্পিকারের দৌড়ে।

বাবানরাও পাচুপুতে

বাবানরাও পাচুপুতে

পাচুপুতে মহারাষ্ট্রের শ্রীগোণ্ডা থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক।
৬৫ বছরের পাচুপুতেও রয়েছেন মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির লিটমাস টেস্টের দিনে প্রোটেম স্পিকার হওয়ার দৌড়ে।

বালাসাহেব থোরাটের নামও শোনা যাচ্ছে

বালাসাহেব থোরাটের নামও শোনা যাচ্ছে

মহারাষ্ট্রের দাপুটে কংগ্রেস নেতা ৬৬ বছরের বালাসাহেব থোরাটও রয়েছেন আগামীকালের আস্থাভোটে প্রোটেম স্পিকার হওয়ার দৌড়ে। মহারাষ্ট্র জুড়ে ডেয়ারি শিল্পের শিল্পপতি হিসাবেও বালাসাহেবের নাম বহু চর্চিত।

কেসি পদভির নামও আসছে

কেসি পদভির নামও আসছে

মহারাষ্ট্রের কংগ্রেসের কেসি পদভির নাম উঠে আসছে প্রোটেম স্পিকারের দৌড়ে। মহারাষ্ট্রের আকরানি এলাকা থেকে নির্বাচিত এই বিধায়ক রয়েছেন তার মহারাষ্ট্র বিধানসভায় প্রোটেম স্পিকারের দৌড়ে।

মহারাষ্ট্রে প্রোটেম স্পিকারের দৌড়ে রয়েছেন দিলীপ

মহারাষ্ট্রে প্রোটেম স্পিকারের দৌড়ে রয়েছেন দিলীপ

৬৩ বছরের দিলীপ ওয়াসলে পাটিল আম্বেগাওয়ের বাসিন্দা। এনসিপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে এবার তিনিও রয়েছেন প্রোটেম স্পিকারের দৌড়ে। এককালের মন্ত্রী দিলীপ ওয়াসলে রয়েছেন প্রোটেম স্পিকারের দৌড়ের তালিকায়।

'মহারাষ্ট্রে সংবিধান বিরোধী সরকার গঠন', সংসদে সংবিধান দিবসের যৌথ অধিবেশন বয়কট বিরোধীদের 'মহারাষ্ট্রে সংবিধান বিরোধী সরকার গঠন', সংসদে সংবিধান দিবসের যৌথ অধিবেশন বয়কট বিরোধীদের

শিবসেনা, এনসিপি, কংগ্রেসের আবেদন! আস্থা ভোটের সময় নিয়ে আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টেরশিবসেনা, এনসিপি, কংগ্রেসের আবেদন! আস্থা ভোটের সময় নিয়ে আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

English summary
SC on Maharashtra trust vote, Who are in the race to be Protem speaker.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X