For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আর গাছ কাটা যাবে না', মুম্বইয়ের আরে কলোনি মামলায় 'সুপ্রিম' নির্দেশ

মেট্রোর জন্য চলছিল কাজ। আর শহরকে আরও বেশি উন্নত করতে মেট্রোর কাজের সঙ্গে সঙ্গেই চলছিল মায়ানগরী মুম্বইতে বৃক্ষচ্ছেদনের কাজ। যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মুম্বইয়ের আরে কলোনির বাসিন্দারা।

  • |
Google Oneindia Bengali News

মেট্রোর জন্য চলছিল কাজ। আর শহরকে আরও বেশি উন্নত করতে মেট্রোর কাজের সঙ্গে সঙ্গেই চলছিল মায়ানগরী মুম্বইতে বৃক্ষচ্ছেদনের কাজ। যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মুম্বইয়ের আরে কলোনির বাসিন্দারা। যে ক্ষোভে যোগ দেন স্থানীয় পরিবেশবিদরাও। এরপরই , সংঘাতের জেরে ২৯ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার জেরে এদিন সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসে।

মুম্বইয়ে বৃক্ষচ্ছেদন কাণ্ডে ধৃত পরিবেশবিদদের মুক্তির নির্দেশ সুপ্রিমকোর্টের

আরে কলোনির সেই ঘটনার এদিন সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। যা নির্বাচনের আগে মহারাষ্ট্র সরকারের কাছে কার্যকরী ধাক্কা বলে মনে করছেন অনেকেই। সুপ্রিম কোর্ট এদিন নির্দেশে সাফ জানিয়েছে যে , আর কোনও গাছ কাটা যাবে না মেট্রো নির্মাণের জন্য আরে কলোনিতে। পাশাপাশি, য়ে সমস্ত পরিবেশবিদ , ও বাসিন্দাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

তবে পরিবেশবিদদের শীর্ষ আদালত জানিয়েছে, ওই জায়গাটি আইনত ' নো ডেভেলপমেন্ট জোন'। তবে পরিবেশবিদদের কথা অনুযায়ী যে দাবি করা হচ্ছিল , যে এলাকাটি ' ইকো সেনসেটিভ জোন' তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালত জানিয়েছে , এলাকা যদি ইকো সেনসেটিভ জোন হয়, তাহলে তার নথি জমা দিতে হবে দাবিদারদের।

English summary
SC on Arrey asks Maharastra Government to Not cut more trees and to relase protestes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X