For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অব্রাহ্মণদের পুরোহিত হিসেবে নিয়োগ, বিজেপি নেতার আবেদনে তামিলানাড়ু সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

তামিলনাড়ুতে রাজ্য সরকার নিয়ন্ত্রিত মন্দিরগুলোর ওপর অব্রাহ্মণ পুরোহিতদের নিয়োগের ছাড়পত্র দিয়েছে। তালিমনাড়ু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামী।

Google Oneindia Bengali News

তামিলনাড়ুতে রাজ্য সরকার নিয়ন্ত্রিত মন্দিরগুলোর ওপর অব্রাহ্মণ পুরোহিতদের নিয়োগের ছাড়পত্র দিয়েছে। তালিমনাড়ু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। মন্দিরগুলোতে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ আইন বিরুদ্ধ বলে তিনি দাবি করেছেন। তিনি তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের স্থগিতাদেশের আবেদন করেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি নোটিশে তামিলনাড়ু সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

তামিলানাড়ু সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের হেমন্ত গুপ্তের একটি বেঞ্চ তামিলনাড়ু সরকারের কাছে মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগের বিষয়ে জানতে চেয়েছে। পাশাপাশি মন্দিরে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগে সরকারের সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। মুলতুবি করা অন্য আর একটি আবেদনের সঙ্গে সুপ্রিম কোর্ট বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন যুক্ত করে। সুপ্রিম কোর্টে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী স্বামী তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের ও স্থগিতাদেশের আবেদন করেন। সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই তামিলনাড়ুর সরকারকে নোটিশ পাঠায়।

আবেদনে সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছিলেন, তামিলনাড়ুর হিন্দু মন্দিরগুলোতে পুরোহিত নিয়োগ ও বরখাস্তের ওপর রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এর ফলে হিন্দু ধর্ম এনডাউমেন্ট অ্যাক্ট ১৯৫৯ কে চ্যালেঞ্জ করছে। তামিলনাড়ু সরকার সংবিধান বিরোধী কাজ করছে। সংবিধানের ২৫ ও ২৬ অনুচ্ছেদ অনুসারে মন্দির পরিচালনা, পুরোহিতদের নিয়োগ ও বরখাস্ত সংরক্ষিত ধর্ম পালন, প্রচার ও প্রচারের অধিকারের একটি অংশ।

ডিএমকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে অব্রাহ্মণদের মন্দিরের নিয়োগের ছাড়পত্র দেবে। ক্ষমতায় আসার পর ডিএমকে নিজেদের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে। ২০২১ সালের ১৪ অগাস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন প্রতিশ্রুতি বাস্তবায়িত করেন। বিভিন্ন বর্ণের প্রশিক্ষিতদের মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত করেন। জানা গিয়েছে, হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাউমেন্ট বিভাগ এভাবে প্রায় ২০৮ জনকে পুরোহিত হিসেবে নিয়োগ করেছে। পুরোহিত হিসেবে নিয়োগের পর ২৪ জন প্রার্থী হিন্দু মন্দিরে পুরোহিত হওয়ার জন্য রাষ্ট্র চালিত কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

English summary
SC issued to notice Tamil Nadu Government on Subramanian swamy plea to control temples
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X