For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে কংগ্রেসের রহস্যজনক মউ! রাহুল-সনিয়া গান্ধীদের নিয়ে কী বলল সুপ্রিমকোর্ট?

Google Oneindia Bengali News

একটি রাজনৈতিক দল কীভাবে একটি দেশের সঙ্গে কোনও চুক্তি করতে পারে? কংগ্রেসের সঙ্গে চিনের ২০০৮ সালের চুক্তি সম্পর্কে এমনই মন্তব্য করলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। এই চুক্তি নিয়ে সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়ে একটি মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে। সেই সংক্রান্ত মামলার শুনানির প্রেক্ষিতেই এদিন একথা বলেন প্রধান বিচারপতি। যদিও এই মামলাটি খারিজ করে দেওয়া হয়। এসএ বোবদে মামলাকারীকে বলেন, হাইকোর্টে এই মামলা করতে বলেন।

কংগ্রেসের ২০০৮ সালে একটি মউ হয়েছিল চিনের

কংগ্রেসের ২০০৮ সালে একটি মউ হয়েছিল চিনের

প্রসঙ্গত, কংগ্রেস শাসনকালে চিনের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের ২০০৮ সালে একটি মউ হয়েছিল। সেই প্রেক্ষিতেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়। সেই মউ সাক্ষরের মূল বিষয়বস্তু কী ছিল তা প্রকাশ্যে না আনার অভিযোগ জানিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

মউ খতিয়ে দেখতে মামলা

মউ খতিয়ে দেখতে মামলা

আইনজীবী শশাঙ্ক শেখর এবং গোয়া ক্রনিকলের এডিটর ইন চিফ সাভিয়ো এই জনস্বার্থ মামলাটি করেছিলেন। মউ-এর বিষয় খতিয়ে দেখার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই-র তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা। আনলফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট-এর আওতায় তদন্তের দাবি করা হয়েছিল।

ভারত-চিন সম্পর্ক ও মউ বিতর্ক

ভারত-চিন সম্পর্ক ও মউ বিতর্ক

আবেদনকারীদের অভিযোগ, চিনের সঙ্গে সুসম্পর্ক না থাকার পরেও কংগ্রেস একটি মউ সই করেছিল। চুক্তির বিস্তারিত তথ্য এবং উদ্দেশ্য লোকানো হয়েছে। আবেদনকারীরা বলেন, 'তথ্য জানার অধিকার একটি রাজনৈতিক দল কি তা ভারতীয়দের থেকে ছিনিয়ে নিতে পারে। যদি সেটা জাতীয় স্বার্থে হয় তো? যদি একটি শত্রু দেশের সঙ্গে চুক্তিদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সেক্ষেত্রে কী করণীয়।'

লাদাখ ইস্যুতে কেন্দ্রকে রাহুলের আক্রমণ

লাদাখ ইস্যুতে কেন্দ্রকে রাহুলের আক্রমণ

এদিকে লাদাখ সমস্যা উপনীত হতেই ক্রমাগত কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গিয়েছে রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। রাহুল প্রায় প্রতিদিনই নিয়ম করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। কখনও প্রধানমন্ত্রীকে সারেন্ডার মোদী বলেছেন, তো কখনও ভারতীয় সেনাকে ইচ্চা করে মৃত্যু পথে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রকের এক নথিকে উদ্ধৃত করে মোদীকে মিথ্যাবাদী বলেছিলেন।

<strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে</strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে

English summary
SC hearing on PIL against Rahul and Sonia Gandhi after Galwan valley face off about a MoU with China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X