For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমলাদের উপর থেকে রাজনৈতিক চাপ কমাতে নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

আমলাদের উপর থেকে রাজনৈতিক চাপ কমাতে নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
নয়া দিল্লি, ৩১ অক্টোবর : আমলাদের যখন খুশি বদলি নয়। কাজ করার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে এমনই যুগান্তকারী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট লক্ষ্য করেছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অধিকাংশ সময়ই প্রশাসনিক কাজ ব্যহত হয়। সেই কারণেই কাজে স্বচ্ছতা আনতে ও এই অনিয়ম রুখতে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত শুধু মুখের কথার ভিত্তিতে আমলাদের কোনও কাজ করা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।
সুপ্রিমকোর্টের নির্দেশ, প্রশাসনিক কর্তাদের ঘনঘন বদলি না করে কাজ শেষ করার নির্দিষ্ট সময় দিতে হবে। এরফলে আমলাদের কাজের পেশাদারিত্ব বাড়বে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে একটি নির্দেশিকা জারি করতে নির্দেশ দিয়েছে। ন্যূনতম ১০ বছরের জন্য আমলাদের কার্যকালের মেয়াদ নিশ্চিত করতেও বলা হয়েছে।

প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি টিএসআর সুব্রহ্মণ্যম-সহ ৮৩ জন অবসরপ্রাপ্ত আমলার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। রায়ের পর তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। আমলারা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

English summary
Supreme Court drastically reduces political pressure on bureaucrats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X