For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এয়ারটেল–ভোডাফোন সহ অন্য টেলিকম সংস্থার পুর্নবিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

‌এয়ারটেল–ভোডাফোন সহ অন্য টেলিকম সংস্থার পুর্নবিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াসহ শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সংস্থাগুলির পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে যে তার আগের আদেশের পুনর্বিবেচনার জন্য ২৩ শে জানুয়ারির মধ্যে বকেয়া ১.৪৭ লক্ষ কোটি টাকা দিতে বলা হয়েছে।

‌এয়ারটেল–ভোডাফোন সহ অন্য টেলিকম সংস্থার পুর্নবিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে


গত বছরের ২৪ অক্টোবর শীর্ষ আদালত নিয়ম করে যে নন–টেলিকম রাজস্বগুলিকে বাকি থাকা বকেয়ার সঙ্গে গণনা করতে হবে, তবেই গ্রস রাজস্ব ঠিকঠাক হবে। বিচারপতি অরুণ মিশ্র, এস এ নাজির এবং এম আর শাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুনর্বিবেচনার আবেদনের যোগ্যতা খুঁজে পায়নি এবং তা খারিজ করে দেয়। টেলিকম সংস্থাগুলি তাদের পর্যালোচনা আবেদনের বিষয়ে একটি খোলা আদালতের শুনানি চেয়েছিল তবে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল যে তার চেম্বারে ইন–চেম্বার শুনানি করা হবে। ভারতী এয়ারটেল তার আবেদনে এজিআর সম্পর্কিত জরিমানা, জরিমানা ও সুদের হারের দিকগুলির দিক নির্দেশের পর্যালোচনা চেয়ে আবেদন করেছিল বলে জানা গিয়েছে। টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ নভেম্বরে সংসদে জানিয়েছিলেন যে ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলির অতীতে সরকারি বকেয়া ১.‌৪৭ লক্ষ কোটি টাকা বাকি রয়েছে। তিনি আরও জানান যে এই জাতীয় বকেয়াতে সুদ ও জরিমানা ছাড়ার জন্য বর্তমানে কোনও প্রস্তাব নেই। লোকসভায় পৃথক প্রশ্নের জবাবে প্রসাদ জানিয়ে ছিলেন যে টেলিকম সংস্থাগুলির অবৈতনিক লাইসেন্স ফি বাবদ সরকারকে ৯২,৬৪২ কোটি টাকা এবং বকেয়া স্পেকট্রাম ব্যবহারের জন্য আরও ৫৫,০৫৪ কোটি টাকা পাওনা রয়েছে।

শীর্ষ আদালতে এর আগে দায়ের করা একটি হলফনামায় ডট জানিয়েছে, সরকারের কাছে লাইসেন্স ফি হিসাবে এয়ারটেলের ২১,৬৮২.১৩ কোটি টাকা এবং ভোডাফোন থেকে বকেয়া ১৯,৮২৩.৭১ কোটি টাকা পাওনা, আর রিলায়েন্স কমিউনিকেশনের ১৬,৪৫৬.৪৭ কোটি টাকা পাওনা রয়েছে। বিএসএনএল ২,০৯৮.৭২ কোটি টাকা এবং এমটিএনএল ২,৫৩৭.৪৮ কোটি টাকা পাওনা। সুদ ও জরিমানা টেলিকম সংস্থাগুলির থেকে যথাযথভাবে আদায় করা হয়েছে বলে ধরে রেখে শীর্ষ আদালত জানিয়েছিল যে এই বিষয়ে আর কোনও মামলা–মোকদ্দমা হবে না এবং এটি টেলিকম সংস্থাগুলির বকেয়া হিসাব এবং পরিশোধের জন্য একটি সময়সীমা স্থির করবে।

এই রেস্তোরাঁতে খেতে গিয়ে বোকা বোকা প্রশ্ন করবেন না, তবেই দিতে হবে অতিরিক্ত টাকাএই রেস্তোরাঁতে খেতে গিয়ে বোকা বোকা প্রশ্ন করবেন না, তবেই দিতে হবে অতিরিক্ত টাকা

English summary
The Supreme Court had on October 24 ruled that statutory dues need to be calculated by including non-telecom revenues in what is known as adjusted gross revenues (AGR) of telcos
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X