For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণিপুরে সেনা,পুলিশের বিরুদ্ধে চলা 'ভুয়ো এনকাউন্টার' মামলায় তদন্তকারীদের কড়া বার্তা সুপ্রিম কোর্টের

মণিপুরের ভুয়ো এনকাউন্টার মামলায় সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল বা সিটকে এবার ভর্ৎসনা করল সুপ্রিমকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

মণিপুরের ভুয়ো এনকাউন্টার মামলায় সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল বা সিটকে এবার ভর্ৎসনা করল সুপ্রিমকোর্ট। বিচারাধীনের অবৈধ হত্যাকাণ্ড তথা ভুয়ো এনকাউন্টারের ঘটনার তদন্তে সিবিাইয়ের বিশেষ তদন্তকারী দলের কাজে মোটেও সন্তুষ্ট নয় দেশের সর্বোচ্চ আদালত। আদালত এদিন সিট-এর কাছে জানতে চায় এই ঘটনাগুলিতে প্রয়োজনীয় এফআইআর কেন দায়ের করা হয়নি?

মণিপুরে সেনা,পুলিশের বিরুদ্ধে চলা 'ভুয়ো এনকাউন্টার' মামলায় তদন্তকারীদের কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, ভারতীয় সেনা, পুলিশ, অসাম রাইফেল সহ একাধিক সরকারি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ রয়েছে। আদালতকে সিট জানিয়েছিল সমস্ত কটি ঘটনায় ১২ টি এফআইআর দায়ের করা হয়েছে। তবে সেই সুপ্রিমকোর্ট জানিয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে আরও ৩০ টি এফআইআর দায়ের করতে হবে।

উল্লেখ্য, বিচারপতি ইউইউ ললিত এবং সুপ্রিমকোর্টের বিদ্রোহী বিচারপতি মদন লোকুরের বেঞ্চ আগামী ২৮ ফেব্রুরির মধ্যে এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। আদালাত তদন্তকারী দলের কাছে জানতে চেয়েছে, কেন ১৪ জুলাইয়ের নির্দেশের পরও দায়ের করা হয়নি বাকি প্রয়োজনীয় এফআইআর? উল্লেখ্য, এর আগে মণিপুর পুলিশের এককর্মী থৌনাজাম হেরোজিত এক ভুয়ো এনকাউন্টারের বিস্ফোরক স্বীকারোক্ত করেন। তিনি জানান পুলিশের চোখে এক সন্দেহভাজনকে তিনি গুলি করে হত্যা করেন। আর সেই নির্দেশ তাঁকা তাঁর উর্ধতন কর্তৃপক্ষ দিয়েছিল। ওই সন্দেহভাজন তখন নিরস্ত্র অবস্থায় ছিলেন। ২০০৯ সালের সেই এনকাউন্টার ও ২০১৬ সালে থৌনাজমের সেই স্বীকারোক্তির পর এই 'ভুয়ো এনকাউন্টার ' মামলা পুলিশের বিরুদ্ধে আরও জোরদার প্রমাণ নিয়ে পেশ হয়।

English summary
The Supreme Court on Tuesday came down heavily on the CBI’s SIT, probing alleged extra-judicial killings and fake encounters by the Army, Assam Rifles and police in insurgency-hit Manipur, for not registering the required number of FIRs as directed by it earlier.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X