For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান! ফেসবুকে অপমানসূচক মন্তব্য করা থেকে দূরে থাকুন

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও তার খারাপ দিক সম্পর্কে অবহিত করেন সিনিয়ার অ্যাডভোকেট হরিশ সালভে ও ফলি নারিমন।

  • |
Google Oneindia Bengali News

সোশ্য়াল মিডিয়ায় ক্রমাগত বাড়ছে অপমানসূচক মন্তব্য করার হিড়িক। এবার এই ধরনের বিষয় রুখতে কড়া পদক্ষেপ নিতে পারে সুপ্রিমকোর্ট। ইতিমধ্যেই সুপ্রিমকোর্টের দুই সিনিয়ার অ্যাডভোকেট এই বিষয়কে সর্বোচ্চ আদালতে তুলে ধরে আর্জি জানিয়েছেন, যে যাঁরা এই ধরনের মন্তব্য করেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।

সাবধান! ফেসবুকে অপমানসূচক মন্তব্য করা থেকে দূরে থাকুন

সর্বোচ্চ আদালতের চিফজাস্টিস জীপক মিশ্র ও জাস্টিস এ এম খানউইলকার ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ-কে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও তার খারাপ দিক সম্পর্কে অবহিত করেন সিনিয়ার অ্যাডভোকেট হরিশ সালভে ও ফলি নারিমন। সালভে জানান , যেভাবে অপমানসূচক মন্তব্য বাড়ছে সোশ্যাল মিডিয়ায় , তাতে সুপ্রিমকোর্টের এর বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত।

অপমানসূচক বিষয় ছাড়াও , যেভাবে নাননা বিষয় সম্পর্কে ভুল তথ্য যাচ্ছে অনলাইনের দুনিয়ায় তাো রীতিমত চিন্তার। বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি সম্পর্কে সাধারণ মানুষের মুক্ত মন্তব্যকেও তুলে ধরা হয়। যা সুপ্রিমকোর্টকে একপ্রকার সমালোচনা করার সামিল। সবমিলিয়ে গোটা বিষয়টি নিয়ে রীতিমত কড়া পদক্ষেপের দিকেই এগোতে পারে সুপ্রিমকোর্ট ,বলে মনে করা হচ্ছে।

English summary
The Supreme Court on Thursday expressed concern over abusive and derogatory comments on social media and agreed with the contention of two senior advocates that people doing so should face the consequences.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X