For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধীর খুনিদের ফাঁসির সাজা বদলে গেল আজীবন কারাবাসে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২১ জানুয়ারি: প্রাণভিক্ষা চেয়ে ওরা সবাই আবেদন করেছিল রাষ্ট্রপতির কাছে। কিন্তু, রাষ্ট্রপতি ভবন গড়িমসি করে সিদ্ধান্ত জানায়নি এখনও। শিয়রে শমন থাকায় তীব্র আতঙ্কে কারও কারও মানসিক ভারসাম্যে বিঘ্ন পর্যন্ত দেখা দিয়েছে। শুধু এই কারণগুলি বিবেচনা করে রাজীব গান্ধী হত্যা মামলায় ১১ জনের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, চন্দনদস্যু বীরাপ্পানের সহযোগী চার জনের ফাঁসির সাজাও বদলে গিয়েছে আজীবন কারাবাসে।

১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে খুন করেছিল এলটিটিই জঙ্গিরা। এই ঘটনায় যারা ধরা পড়েছিল, তাদের মধ্যে ১১ জনকে ফাঁসির সাজা দেয় আদালত। দায়রা আদালত থেকে হাই কোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। ফাঁসির সাজা বহাল থাকে উচ্চতর আদালতেও। এর পর প্রাণভিক্ষা চেয়ে ওই ১১ জন আবেদন জানায় রাষ্ট্রপতির কাছে। কিন্তু এক দশকের কাছাকাছি তাদের আবেদন ঝুলে থাকে। কোনও ফয়সালা শোনায়নি রাষ্ট্রপতি ভবন। ফলে ফাঁসির সাজাপ্রাপ্তরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আরও একবার। তাদের যুক্তি ছিল, এতদিন ধরে রোজ তারা ভাবত ফাঁসি হয়ে যাবে। বছরের পর বছর। এই তীব্র মানসিক যন্ত্রণা বয়ে বেড়াতে হয়েছে দীর্ঘদিন। এটা মৃত্যুদণ্ডের থেকেও ভয়ঙ্কর।

বিচারপতিরা এই যুক্তি মেনে নেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে কেন্দ্রীয় সরকার এদের অমানুষিক পরিস্থিতিতে বেঁচে থাকতে বাধ্য করেছে। তাই ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। প্রসঙ্গত, আদালতের এই সিদ্ধান্তে ফাঁসির সাজাপ্রাপ্ত অনেক আসামিই আশার আলো দেখবে।

English summary
SC commutes death sentence of Rajiv's killers to life imprisonment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X