For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলার শুনানি শেষ করতে বলল সুপ্রিম কোর্ট

অযোধ্যা মামলার শুনানি দ্রুত শেষ করতে চায় শীর্ষ আদালত। তাই সব পক্ষের কাছে শুনানি শেষ করার নির্দিষ্ট দিন চেয়ে পাঠিয়েছে আদালত।

Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার শুনানি দ্রুত শেষ করতে চায় শীর্ষ আদালত। তাই সব পক্ষের কাছে শুনানি শেষ করার নির্দিষ্ট দিন চেয়ে পাঠিয়েছিল আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে চলছে শুনানি। মঙ্গলবার ১৭ দিনে পড়েছে অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি। সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন জানিয়েছেন, অযোধ্যায় রাম জন্মেছিলেন ঠিকই কিন্তু ঠিক কোন জায়গায় জন্মেছিলেন তা এখনও স্পষ্ট নয়। অযোধ্যায় তিনটি জায়গাকে রামে জন্মেস্থান বলে চিহ্নিত করা হয়েছে।

১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলার শুনানি শেষ করতে বলল সুপ্রিম কোর্ট

কিন্তু রাম মন্দিরের কাছেই যে মসজিদটি রয়েছে সেটার সত্যতা নিয়েও আদালত সুন্নি ওয়াকফ বোর্ডকে প্রশ্ন করেছিল।
যদিও দাবি ১৯৮৯ সালে রামের ওই জন্মস্থান চিহ্নিত করা হয়েছিল। কিন্তু হিন্দু সংগঠনের দাবি অযোধ্যায় রামের জন্মভূমি পুরতন কাল থেকেই রয়েছে। মুঘলরা দেশ শাসন করতে আসার পরেই সেখানে মসজিদ তৈরি করে। কাজেই এই স্থানটিতে বহু প্রাচীন কাল থেকেই মন্দির ছিল। গত ৬ অগস্ট থেকে মামলার শুনানি শুরু হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট নির্দেশের বিরুদ্ধে ১৪টি আবেদন করা হয়েছে। ২.৭৭ একর জমি নিয়েই মূলত বিতর্ক।

এবার এই মামলার শুনানিতে ইতি টানতে চাইছে সুপ্রিম কোর্ট তাই ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য নির্দেশ দিয়েছে।

[ বিক্রমকে চাঁদের মাটি স্পর্শ করতে কি দেখেছিলেন মহাকাশচারী নিক! কী উত্তর পেলেন পিট ][ বিক্রমকে চাঁদের মাটি স্পর্শ করতে কি দেখেছিলেন মহাকাশচারী নিক! কী উত্তর পেলেন পিট ]

[ বিজেপি-র গেরুয়া ঝড় দুর্গাপুজোয়! টলি সেলেবদের নিয়ে আসছে 'পদ্ম' শিবিরের নয়া উদ্যোগ][ বিজেপি-র গেরুয়া ঝড় দুর্গাপুজোয়! টলি সেলেবদের নিয়ে আসছে 'পদ্ম' শিবিরের নয়া উদ্যোগ]

English summary
SC asked all parties to end conclusion of arguments by 18 Oct on Ayodhya case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X