For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার অন্দরে ব্যভিচার সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কোন আর্জি কেন্দ্রের?

সেনার অন্দরে ব্যভিচার সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কোন আর্জি কেন্দ্রের?

  • |
Google Oneindia Bengali News

সেনার অন্দরে ব্যাভিচার সংক্রান্ত বিষয় নিয়ে আগেই কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্ট। তবে এরপরেও সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্র আবেদন জানিয়ে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আর্জি জানিয়েছে।

সেনার অন্দরে ব্যভিচার সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কোন আর্জি কেন্দ্রের?

২০১৮ সালে সুপ্রিম কোর্ট একটি রায় দান করেছিল এই বিষয়ে। সেই নির্দেশের প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য়, কোন এক সেনা কর্তা তাঁর সহকর্মীর স্ত্রীর সঙ্গে ব্যভিচরের রাস্তায় হাঁটলে তা সেনায় যেন বরদাস্ত না করা হয়। আর এই মর্মেই যেন দেশের শীর্ষ আদালত বিষয়টিকে খতিয়ে দেখে। এর আগে ২০১৮ সালের রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারায় তা শাস্তিযোগ্য নয়। এরপর সেই বিষয়টি সেনার অন্দরে কার্যকরী হবে কী না তা নিয়ে আর্জি জানায় কেন্দ্র।

এর আগে ব্যভিচার সংক্রান্ত ১৫৮ বছরের পুরনো আইনে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার ও সাম্যের অধিকার নিয়েও কিছু বার্তা দেয়। সেই সময় কেরলার বাসিন্দা জোসেফশাইন ১৯৭ আইপিসি কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেনষ ব্রিটিশ সরকারের আমলের আইন বলে এই আইনকে কটাক্ষ করে তিনি

English summary
SC agrees to examine Centre’s plea over Keep adultery a crime in the armed forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X