সুপ্রিম কোর্টে সংকট কাটাতে বিচারপতিদের জন্য এই নয়া পদক্ষেপ
কিছুদিন আগেই সুপ্রিম কোরর্টের ৪ বিচারপতি বশ কিছু ব্যবস্থাগত দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। সেই ঘটনায় দেশের বিচারবিভাগ নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায়। ঘটনা খুব একটা ভালোভাবে নেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র। এরপরই নড়েচড়ে বসে 'সুপ্রিম' প্রশাসন।

জানা গিয়েছে, বিদ্রোহী বিচারপতির অসন্তোষের প্রেক্ষিতে তথা সুপ্রিমকোর্টে বেশ কিছু ব্যবস্থাপনাগত ত্রুটি মেটাতে রোস্টার লাগু করে কাজ করা হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট রুটিনে ভাগ করা হবে বিচারপতিদের কাজের নানা দিকগুলি। প্রত্যেক বিচারপতির জন্য কোন মামলা রয়েছে তা ওই রোস্টারে জানানো থাকবে বলে জানা গিয়েছে।
গোটা বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে। সেখানে বলা হয়, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রদান বিচারপতি দীপক মিশ্র। উল্লেখ্য, কিছুদিন আগেই, বিচারপতি মদন লোকুর, কুরিয়ন জোসেফ, বিচারক চেলামেশ্বর, রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের দুর্নীতি নিয়ে প্রেস কনফারেন্স করে ক্ষোভ উগড়ে দেন। তারপরই নানা পন্থারর মাধ্যমে এই ব্যবস্থা নিয়ে সমস্য়ার ইতি টানার ইঙ্গিত দেয় সুপ্রিম কোর্ট।