For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেবিট কার্ড তুলে নেওয়ার পথে এবার এসবিআই! আশঙ্কা ফের চরমে

২০১৬ সালেরে ৮ নভেম্বর, রাতারাতি দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের পুরনো ৫০০, ১০০০ টাকা নোট বাতিল হতে চলেছে। গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে লাইন পড়ে এটিএম এ।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালেরে ৮ নভেম্বর, রাতারাতি দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের পুরনো ৫০০, ১০০০ টাকা নোট বাতিল হতে চলেছে। গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে লাইন পড়ে এটিএম এ। তবে যে ডেবিট কার্ড দিয়ে সেবার এটিএম-এ গিয়ে অনেকে নিজের আর্থিক পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এনেছিলেন। এবার সেই ডেবিট কার্ড এসবিআইয়ের তরফে অবলুপ্তির কথা ভাবা হচ্ছে।

এসবিআই এবার ডেবিট কার্ড অবলুপ্তির ভাবনা চিন্তায়!

প্রধানমন্ত্রী মোদী আগেই জানিয়ে ছিলেন, দেশে নগদে লেনদেন পছন্দ নয় সরকারের। বারবার সরকার চাইছে যাতে অনলাইনে আর্থিক লেনদেন শুরু হয়। এমন ভাব ধারাকে সঙ্গে নিয়ে এবার এসবিআই-ও সেই পথেই হাঁটতে শুরু করেছে। এসবিআইয়ের তরপে চেরাম্যান রজনীশ কুমার মুম্বইতে আয়োজিত এক অনুষ্ঠানে জানিয়েছেন, যে এবার এসবিআই ডেবিট কার্ড অবলুপ্তির কথা ভাবছে। মূলত দেশের জন সংখ্যার ৫ শতাংশ মানুষ এসবিআইয়ের গ্রাহক। সেক্ষেত্রে ডেবিট কার্ড তুলে দেওয়া সংক্রান্ত বিষয় রীতিমতো চিন্তায় ফেলেছে অনেককে।

যদিও এখনও পর্যন্ত এসবিআইয়ের তরফে কেবলমাত্র ভাবনা চিন্তার কথাই বলা হয়েছে। এই বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি। এখনও পর্যন্ত ৯০ কোটি ডেবিট কার্ড রয়েছে এসবিআইয়ের আওতায় । সেক্ষেত্রে কার্ড বন্ধ হয়ে গেলে, গ্রাহকদের পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

English summary
SBI wants to eliminate Debit Cards.Kumar said through the Yono platform, one can withdraw cash at the automated teller machines or pay for purchases at a merchant establishment without having a card at all.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X