For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৃহঋণ নিয়ে এসবিআইয়ের নয়া অফার! একনজরে দেখে নিন সুবিধা

গৃহঋণ নিয়ে এসবিআইয়ের নয়া অফার! একনজরে দেখে নিন সুবিধা

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে আর্থিকভাবে সমস্ত দিক খেয়াল রাখা নিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। লকডাউনের আবহে অনেকেরই নতুন বাড়ি নির্মাণ ঘিরে একাধিক পদক্ষেপ থমকে গিয়েছে। অনেকেই গৃহঋণ নিয়ে বহু ভাবনা চিন্তায় পড়েছেন। এমন এক পরিস্থিতিতে এসবিআই নিয়ে এসেছে গৃহঋণের ক্ষেত্রে নতুন সুবিধা।

 কী কী সুবিধা?

কী কী সুবিধা?

এসবিআইতে গৃহঋমের বিষয়ে আবেদন জানালে প্রসেসিং ফি লাগছে না। পাশাপাশি, ৩০ লাখের বেশি ও ১ কোটির কম ঋণে বেশি সিবিলস্কোর থাকলে বরোয়ারদের ০.১ শতাংশ সুদের ছাড়,এছাড়াও এসবিআইয়ের ইয়োনো অ্যাপের দ্বারা আর্জি জানালে বাড়তি ০.৫ শতাংশ ছাড় রয়েছে।

 কমছে গৃহঋণে সুদের হার!

কমছে গৃহঋণে সুদের হার!

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপোরেট কমানোর পর থেকেই গহঋণে বহু ছাড় দিচ্ছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক মূলত রেপোরেট ৪ শতাংশে রেখেছে।

এসবিআই ও গৃহঋণ

এসবিআই ও গৃহঋণ

এসবিআইতে সমস্ত গৃহঋণই এক্সটারনাল বেঞ্চমার্ক লিঙ্কড। যা বর্তমানে ৬.৬৫ শতাংশ। বর্তমানে এসবিআইয়ের গৃহঋণে সুদের হার ঘোরাফেরা করছে ৬.৯৫ শতাংশ থেকে ৭.৪৫ শতাংশে। তবে এটি তাঁদের জব্য যাঁরা বেতনভোগী। যাঁরা 'সেলফ এমপ্লয়েড'তঁদের জন্য সুদের হার ৭.১০ শতাংশ থেকে ৭. ৬০ শতাংশ।

বড় সুবিধা

বড় সুবিধা

প্রসেসিংয়ের মূল্যে ছাড় মেলায় এসবিআইয়ের গ্রাহকরা ০. ৪০ শতাংশ সঞ্চয়ের ঘরে তুলতে পারছেন। বিশেষজ্ঞরা বলছে ন, বর্তমান পরিস্থিতিতে গৃহঋণ নেওয়ার সুসময় রয়েছে। যেভাবি এসবিআই প্ল্যানগুলি দিচ্ছে, তাতে সুবিধা হবে অনেকেরই। বিশেষত ১৫ বছরের ক্ষেত্রে গৃহঋণে গ্রাহকরা একাধিক সুবিধা পাচ্ছেন এই ব্যাঙ্ক থেকে।

৪৩ বছরের ইতিহাসে প্রথম, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদও হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের৪৩ বছরের ইতিহাসে প্রথম, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পদও হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের

English summary
SBI's special offer in Homeloan , know details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X