এসবিআই-এর অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স আছে কি? ১ এপ্রিল থেকে নতুন নিয়ম
মিনিমাম ব্যালান্স রাখার নিয়মে পরিবর্তনের কথা ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। মিনিমাম ব্যালেন্স না রাখলে সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ জরিমানা দিতে হত, তার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমতে চলেছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

এসবিআই-এর প্রায় ২৫ কোটি গ্রাহকের জন্য সুখবর। সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলে যে পরিমাণ জরিমানা দিতে হত, তার পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমতে চলেছে ১ এপ্রিল থেকে। মেট্রো এবম আর্বান শাখাগুলির জন্য এই চার্জ ৫০ টাকা( সঙ্গে যুক্ত জিএসটি) থেকে কমিয়ে করা হচ্ছে ১৫ টাকা( সঙ্গে যুক্ত জিএসটি)। একইভাবে সেমি আর্বান এবং রুরাল শাখাগুলির জন্য এই চার্জ ৪০ টাকা ( সঙ্গে যুক্ত জিএসটি) থেকে কমিয়ে করা হচ্ছে যথাক্রমে ১২ ও ১০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।
গ্রাহকদের থেকে পাওয়া প্রতিক্রিয়াকে সম্মান দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসবিআই-এর এমডি পিকে গুপ্তা।
এসবিআই-এর আর্বান এবং মেট্রো শাখাগুলিতে সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সের পরিমাণ ৩ হাজার টাকা।
Great News for #SBI Customers! Charges for non-maintenance of #AverageMonthlyBalance (AMB) in #SavingsAccounts has been substantially reduced by upto 75%. Revised charges will be effective from 1st April 2018. Learn more: https://t.co/44g7XDAQv3#Announcement #AMB #MinimumBalance pic.twitter.com/VJBjXkM7aF
— State Bank of India (@TheOfficialSBI) March 13, 2018