ঘরের দরজাতেই হাজির হচ্ছে এসবিআই এটিএম! কীভাবে সুযোগ, জেনে নিন
করোনা ভাইরাস পরিস্থিতিতে খানিকটা রেহাই এসবিআই গ্রাহকদের। ঘরের দরজায় এটিএম পরিষেবা চালু করেছে এসবিআই। এখন আর ইন্টারনেটে গিয়ে এসবিআই এটিএম নেয়ার মি টাইপ করতে হবে না কিংবা তারপরে কাছের এটিএম-এ যেতে হবে না। এর জন্য আপনাকে এসবিআইকে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে হবে। এরপরেই আপনার কাছে গিয়ে হাজির হবে মোবাইল এটিএম।
রাজ্যপালের কাছে বিশ্বভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্ত দাবি! রবি ঠাকুরকে নিয়ে লড়াই নয়, বললেন সৌমিত্র

এসবিআই হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফোন কল সার্ভিস
পরীক্ষামূলকভাবে এই পরিষেবা প্রথম শুরু করা হয়েছে লখনৌতে। যদি তা সফল হয়, তাহলে তা দেশের বিভিন্ন শহরে চালু করা হবে।

স্বাধীনতা দিবসে চালু করা হয়েছে নতুন পরিষেবা
হোয়াটসঅ্যাপ থেকে একটি ম্যাসেজ কিংবা একটি ফোন করে এই পরিষেবার উদ্বোধন করা হয়েছে, স্বাধীনতা দিবসে। লখনৌতে। শুধুমাত্র ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, এরপরেই বাড়ির দরজায় হাজির এটিএম।

যেভাবে কাজ করবে এই পরিষেবা
যদি চান শনিবার, রবিবার কিংবা লকডাউনে লখনৌ শহরে যদি ঘরের দরজায় গাজির হয়ে যাবে এসবিআই মোবাইল এটিএম ভ্যান। এর জন্য কোনও গ্রাহককে তাঁর নাম হোয়াটসঅ্যাপ করতে হবে। লিখতে হবে ঠিকানা, মোবাইল নম্বর। পাঠাতে হবে 7052911911-এ।

মূলত বয়স্ক নাগরিকদের জন্য পরিষেবা
মূলত বয়স্ক নাগরিকদের কথা চিন্তা করেই এই পরিষেবা আনা হয়েছে। যখন এই পরিষেবা সারা দেশে চালু হয়ে যাবে, তখন ঘরে বসেই গ্রাহকরা পেয়ে যাবেন টাকা।