For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৃহ ও খুচরো ঋণ গ্রহণকারীদের জন্য বড় সুবিধা করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  • By
  • |
Google Oneindia Bengali News

গৃহ ও খুচরো ঋণ গ্রহণকারীদের জন্য বড় সুবিধা করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে হয় ২৪ মাসের মোরাটোরিয়াম অথবা ইনস্টলমেন্টের রি-শিডিউল এবং বর্ধিতকরণের স্কিমের কথা জানানো হয়েছে।

গৃহ ও খুচরো ঋণ গ্রহণকারীদের জন্য বড় সুবিধা করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

মোরাটোরিয়াম পিরিয়ড দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে এমনটাই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে সমস্ত গ্রাহকেরা ১ মার্চ ২০২০ সালের আগে গৃহঋণ নিয়েছেন এবং নিয়মিত ঋণ শোধ দিয়ে এসেছেন, তাদের ক্ষেত্রে এই নতুন স্কিম আনা হয়েছে।

এক্ষেত্রে ঋণ গ্রহণকারীদের খাতায়-কলমে দেখাতে হবে যে করোনা ভাইরাসের কারণে তাঁদের আয় কমে এসেছে। এক্ষেত্রে ব্যাঙ্ক পুরোপুরি সেই গ্রাহকের ওপর নির্ভর করবে যে কবে তাঁর আয় পুরোপুরি স্বাভাবিক হবে বা তিনি আবার রোজগেরে হবেন।

করোনা ভাইরাসের কারণে খুচরো ঋণ গ্রহণকারীদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে এসবিআই প্রথম স্কিম বাজারে আনল। এই মাসের শেষে এইডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের এমন স্কিম বাজারে আনার কথা রয়েছে।

কে কীভাবে এবং কেমন ঋণ পেতে পারেন তা এসবিআই এর অনলাইন পোর্টালে গিয়ে দেখা যেতে পারে। এক্ষেত্রে গৃহ, শিক্ষা, অটো ও অন্যান্য ঋণ পাওয়া যাবে।

English summary
SBI has a loan restructuring scheme for retail buyers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X