For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআইয়ে ফিক্সড ডিপোজিটে সুদের হারে ফের কোপ! নতুন তালিকা একনজরে

এসবিআইয়ে ফিক্সড ডিপোজিটে সুদের হারে ফের কোপ! নতুন তালিকা একনজরে

  • |
Google Oneindia Bengali News

রিজার্ভ ব্যাঙ্কের 'মানিটারি পলিসি' রিভিউয়ের ২৪ ঘণ্টার মাথায় এবার এসবিআই নিয়ে ফেলল বড়সড় পদক্ষেপ। ফের একবার এই ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোপ ফেলতে চলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। ১০ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে।

কোন কোন এফডি অ্যাকাউন্টে পড়বে কোপ?

কোন কোন এফডি অ্যাকাউন্টে পড়বে কোপ?

৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে এসবিআই কাটছাঁট করেছে ৫০ বেসিস পয়েন্ট। এই ডিপোজিট রেটগুলি ৫ শতাংশ সুদের হার পাবে। যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিউর হচ্ছে, ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে, আর ২১১ দিন থেকে ১ বছরের মধ্যে যাদের অর্থ ম্য়াচিউর হচ্ছে , সেই ফিক্স ডিপোজিটে এসবিআই ৫.৫০ শতাংশ সুদের হার দিচ্ছে। এর আগে এই সময়সীমার ডিপোজিটে এসবিআই দিত ৫.৮০ শতাংশ সুদ। ১ থেকে ১০ বছরের ডিপোজিটে আগে ৬.১০ শতাংশ সুদ দেওয়া হত, আর বর্তমানে তা দেওয়া হয় ৬ শতাংশ।

সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার কীরকম?

সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার কীরকম?

৭ দিন থেকে ৪৫ দিনের এফডিতে সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের সময়সীমায় তাঁরা পাবে ৫.৫০ শতাংশ সুদ। ১৮০ থেকে ২১০ দিনের সময়সীমায় তাঁরা পাচ্ছেন ৬ শতাংশ, ২১১ থেকে ১ বছরের সময়সীমায় তাঁরা পাচ্ছেন ৬ শতাংশ সুদ। ১ থেকে ২ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ সুদ, ২ বছর থেকে ৩ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ সুদ পাবেন। ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছরের সময়সীমায় থাকছে ৬.৫ শতাংশ সুদ।

কী জানিয়েছে এসবিআই?

কী জানিয়েছে এসবিআই?

২ কোটি টাকা ও তার উর্ধ্বে 'বাল্ক টার্ম' ডিপোজিট ও আর ২ কোটি ও তার নিম্নে রিটেল টার্ম ডিপোজিট নিয়ে অবস্থান জানিয়েছে এসবিআই। ব্যাঙ্ক কমিয়ে দিয়েছে টার্ম , ডিপোজিট রেট ১০ থেকে ৫০ বিপিএস রিটেল সেগমেন্টে। আর বাল্ক সেগমেন্টে ২৫ থেকে ৫০ বিপিএস কমতি করা হয়েছে।

ব্য়াঙ্কের সুদের হারের কাটছাঁট কী বলছে?

ব্য়াঙ্কের সুদের হারের কাটছাঁট কী বলছে?

৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে যাদের অর্থ 'ম্যাচিউর' হওয়ার কথা, তাদের ক্ষেত্রে এসবিআই কোনোও কাটছাঁট রাখেনি। ফলে এই সময়সীমার মধ্যে যে সমস্ত অ্য়াকাউন্টে এফডি রয়েছে তাতে কোনো কোপ পড়ছে না।

English summary
SBI harply cuts interest rates on fixed deposits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X