For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর মুখে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, স্থায়ী আমানতে কমছে সুদ

ঠিক পুজোর আগেই মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ শোনাল এসবিআই। স্থায়ী আমানতে সুদ কমানোর কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক।

Google Oneindia Bengali News

ঠিক পুজোর আগেই মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ শোনাল এসবিআই। স্থায়ী আমানতে সুদ কমানোর কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। সব মেয়াদী স্থায়ী আমানতেই সুদ ২৫ বেসিস পয়েন্ট। দেশের আর্থিক মন্দার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে একটি সুখবরও আছে। গৃহঋণে সুদের হার কমছে। গৃহঋণে সুদ ১০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক।

পুজোর মুখে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, স্থায়ী আমানতে কমছে সুদ

রিজার্ভ ব্যাঙ্ক লেন্ডিং রেট কমালেও ব্যবসায় গতি আসছে না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে। নতুন হিসেব অনুযায়ী, রিটেল টার্ম িডপোজিট ২০-২৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে। অন্যদিকে বাল্ক টার্ম ডিপোজিতে ১০-২০ বিপিএস সুদ কমানোর হয়েছে।

[আরও পড়ুন: ভারত সবসময়ই পাকিস্তানের থেকে একধাপ এগিয়ে! স্বীকার করে নিলেন প্রাক্তন সেনাপ্রধান][আরও পড়ুন: ভারত সবসময়ই পাকিস্তানের থেকে একধাপ এগিয়ে! স্বীকার করে নিলেন প্রাক্তন সেনাপ্রধান]

গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, দেশের আর্থিক মন্দার কারণেই ব্যাঙ্কগুলি তেমন লাভজনক ব্যবসা দিতে পারছে না। সেকারণেই গৃহঋণে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কিছুটা হলেও আবাসন শিল্পে গতি আগে। কারণ গত ৬ মাসে দেশের প্রায় ৮টি ক্ষেত্রের অবস্থা ভয়ঙ্কর রকম ভাবে খারাপ হয়েছে। তারমধ্যে নির্মাণ শিল্প অন্যতম। সেকারণেই গৃহঋণে সুদের হার কমানোর চিন্তাভাবনা বলে মনে করা হচ্ছে।

 [আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মন্তব্য মুর্খতাপূর্ণ! চন্দ্রযান ২ নিয়ে মমতাকে আক্রমণ কৈলাসের] [আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মন্তব্য মুর্খতাপূর্ণ! চন্দ্রযান ২ নিয়ে মমতাকে আক্রমণ কৈলাসের]

English summary
SBI cuts interest rates in FD and home loan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X