For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ফের স্থায়ী আমানতে সুদ কমাল এসবিআই

মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ফের স্থায়ী আমানতে সুদ কমাল এসবিআই

Google Oneindia Bengali News

ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ। স্থায়ী আমানতে সুদ কমাল এসবিআই। এই নিয়ে মাসে দ্বিতীয়বার স্থায়ী আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। নতুন সুদের হার কার্যকর হয়েছে ১০ মার্চের পর থেকে। স্বল্প সময়ের স্থায়ী আমানতের সুদের হারে সবচেয়ে বেশি কোপ পড়েেছ। প্রায় ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক।

মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ফের স্থায়ী আমানতে সুদ কমাল এসবিআই

এক নজরে দেখে নেওয়া যাক কী হয়েছে সুদের হার

স্থায়ী আমানতের সময় আগের সুদের হার (%)/ পরিবর্তিত সুদের হার (%)
৭ থেকে ৪৫ দিন ৪.৫ থেকে কমে ৪
৪৬ থেকে ১৭৯ দিন ৫ রয়েছে
১৮০ থেকে ২১০ দিন ৫.৫
২১১ দিন থেকে ১ বছরের কম ৫.৫
১ বছর থেকে ২ বছরের কম ৬ থেকে কমে ৫.৯
২ বছর থেকে ৩ বছরের কম ৬ থেকে কমে ৫.৯
৩ বছর থেকে ৫ বছরের কম ৬ থেকে কমে ৫.৯
৫ বছর থেকে ১০ বছর কম ৬ থেকে কমে ৫.৯

সুদের হার কমেছে প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতেও। তাঁদের পরিববর্তিত সুদের হার কী হয়েছে রইল একনজরে।

স্থায়ী আমানতের সময় আগের সুদের হার (%)/ পরিবর্তিত সুদের হার (%)
৭ থেকে ৪৫ দিন ৫ থেকে কমে ৪.৫
৪৬ থেকে ১৭৯ দিন ৫.৫ রয়েছে
১৮০ থেকে ২১০ দিন ৬ রয়েছে
২১১ দিন থেকে ১ বছরের কম ৬ ৬ রয়েছে
১ বছর থেকে ২ বছরের কম ৬.৫ থেকে কমে ৬.৪
২ বছর থেকে ৩ বছরের কম ৬.৫ থেকে কমে ৬.৪
৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৫ থেকে কমে ৬.৪
৫ বছর থেকে ১০ বছর ৬.৫ থেকে কমে ৬.৪

English summary
SBI cut FD interest rate for the second time in a month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X