For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই গ্রাহকদের বড় ধাক্কা, ১ ডিসেম্বর থেকে বাড়বে খরচ, কীভাবে জেনে নিন

এসবিআই গ্রাহকদের বড় ধাক্কা, ১ ডিসেম্বর থেকে বাড়বে খরচ, কীভাবে জেনে নিন

Google Oneindia Bengali News

অনেকেই নিজের প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে নানা রকম সুবিধা দেওয়া হয়ে থাকে। অন্য ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্কও তার গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডের পরিষেবা দিয়ে থাকে। তবে এবার এই পরিষেবা পেতে গেলে কিছু নিয়ম–বিধি মানতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ঘোষণা করেছে, এ বার ক্রেডিট কার্ডধারককে ৯৯ টাকা প্রসেসিং ফি এবং ইএমআই লেনদেনের উপর ট্যাক্স দিতে হবে। এই নতুন নিয়ম চলতি বছরের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।


ইন্টারেস্ট চার্জের সঙ্গে প্রসেসিং ফি

ইন্টারেস্ট চার্জের সঙ্গে প্রসেসিং ফি

আসলে এতদিন শুধু ক্রেডিট কার্ডের জন্য শুধু ইন্টারেস্ট দিলেই হয়ে যেত। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন নিয়ে আসল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা ইএমআই ট্রানজাকশন করে থাকেন তাদের জন্য একটা বড় ধাক্কা অপেক্ষা করছে। ইন্টারেস্ট চার্জের সঙ্গে প্রসেসিং ফি বাবদ আরও ৯৯ টাকা দিতে হবে।

প্রসেসিং ফি–এর সঙ্গে ট্যাক্সও

প্রসেসিং ফি–এর সঙ্গে ট্যাক্সও

এখানেই শেষ নয়, ইএমআই ট্রানজাকশনের জন্য প্রসেসিং ফির সঙ্গে দিতে হবে ট্যাক্সও। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। আর মাত্র ১৬ দিন পরই এই নিয়ম চালু হবে। নিজের সমস্ত গ্রাহককে ই-মেলের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।

সফল ইএমআইতে যেগুলি রূপান্তরিত

সফল ইএমআইতে যেগুলি রূপান্তরিত

তবে এই প্রক্রিয়াকরণ চার্জগুলি শুধুমাত্র সেই সমস্ত লেনদেনের জন্য ধার্য করা হবে, যেগুলি সফল ভাবে ইএমআই লেনদেনে রূপান্তরিত হয়েছে। অন্যথায় এই চার্জ নেওয়া হবে না। এখানেই শেষ নয়। ইএমআই লেনদেন বাতিলের ক্ষেত্রে প্রসেসিং ফি ফেরত দেওয়া হবে। কিন্তু ইএমআই-এর প্রি-ক্লোজারের ক্ষেত্রে এটি রিভার্স বা ফিরিয়ে দেওয়া হবে না। এসবিআই-এর কাছে এই নিয়ম নতুন হলেও বেশিরভাগ ব্যাঙ্ক দীর্ঘদিনই ধরে ইএমআই লেনদেনের জন্য প্রসেসিং ফি নিচ্ছে।

ব্যাঙ্ক জানিয়েছে, খুচরো দোকান ছাড়াও সব ধরনের ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ট্রার ক্ষেত্রেও এই ইএমআই লেনদেনে ট্যাক্স বা কর নেওয়া হবে।

 ১ ডিসেম্বরের আগে প্রসেসিং ফি নয়

১ ডিসেম্বরের আগে প্রসেসিং ফি নয়

সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। শুক্রবার, ১২ নভেম্বর ক্রেডিট কার্ডের নতুন নিয়মের বিষয়ে গ্রাহকদের অবগত করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বলা হয়েছে, ১ ডিসেম্বরের আগে করা যে কোনো লেনদেনের ওপর এই প্রসেসিং ফি ধার্য হবে না। খুচরো দোকান থেকে কার্ড দিয়ে ইএমআই-এর মাধ্যমে কেনাকাটার সময় গ্রাহককে এই প্রসেসিং ফি সম্পর্কে আগাম জানিয়ে দেবে ব্যাঙ্ক।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
sbi credit card users soon you have to pay extra 99 rs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X