For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিনিমাম ব্যালেন্স না রাখার জের, এসবিআই-এ বন্ধ অ্যাকাউন্টের সংখ্যা জানলে চমকে যাবেন

২০১৭-১৮ আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মধ্যে প্রায় ৪১.১৬ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার কারণেই এই ব্যবস্থা।

  • |
Google Oneindia Bengali News

২০১৭-১৮ আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি মধ্যে প্রায় ৪১.১৬ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার কারণেই এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার কথা জানিয়েছে এসবিআই।

মিনিমাম ব্যালেন্স না রাখার জের, এসবিআই-এ বন্ধ অ্যাকাউন্টের সংখ্যা জানলে চমকে যাবেন

পাঁচ বছর পর গতবছরে এপ্রিলে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই অ্যাভারেজ মান্থলি ব্যালান্স না থাকার বিষয়ে শাস্তিমূলক ফি ধার্য করেছিল। তবে গতবছরেরই অক্টোবরে এই মাসুলের কিছুটা পরিমার্জন করা হয়।

মধ্যপ্রদেশের নিমাচের বাসিন্দা চন্দ্রশেখর গৌরের তথ্য জানার অধিকার আইনে করা মামলায় এবিআই জানিয়েছে, ১ এপ্রিল ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৮-র মধ্যে মিনিমাম ব্যালেন্স না থাকার শাস্তিস্বরূপ ব্যাঙ্ক ৪১.১৬ লক্ষ সেভিংস অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে।

প্রশ্নটা ছিল, ১ এপ্রিল ২০১৭-র পর থেকে মিনিমাম ব্যালান্স না রাখা হলে কতগুলি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তারই উত্তর দিয়েছে এসবিআই।

এসবিআই-এর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রায় ৪১ কোটি। এর মধ্যে প্রায় ১৬ কোটি অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোসিট, পেনশনার, মাইনর, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হোল্ডারদের। যে অ্যাকাউন্টগুলিতে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম লাগু হয়নি।

এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এসবিআই মিনিমাম ব্যালান্স না রাখার কারণে গ্রাহকদের কাছে থেকে ১,৭৭১.৬৭ কোটি টাকা আদায় করেছে। যা ব্যাঙ্কের ২০১৭-১৮ আর্থিক বর্ষের সেকেন্ড কোয়ার্টার প্রফিটের থেকেও বেশি।

মঙ্গলবারই এসবিআই-এর তরফে মিনিমাম ব্যালান্স না রাখার মাসুল একধাক্কায় প্রায় ৭৫ শতাংশের মতো কমানো হয়েছে।

English summary
SBI closes about 41.16 lakh savings accounts for non maintaining average monthly balance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X