For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎই এসবিআই-এর ১৩০০ শাখার আইএফএসসি কোডের পরিবর্তন, আপনারটি ঠিক আছে কিনা জেনে নিন

দেশের প্রায় ১৩০০ শাখার আইএফএসসি কোড পরিবর্তন করল সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। পাঁচ সহযোগীর সংযুক্তিকরণের ফলেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রায় ১৩০০ শাখার আইএফএসসি কোড পরিবর্তন করল সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। পাঁচ সহযোগীর সংযুক্তিকরণের ফলেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে।

হঠাৎই এসবিআই-এর ১৩০০ শাখার আইএফএসসি কোডের পরিবর্তন

আইএফএসসি কোডের অর্থ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। যা এগারোটি সংখ্যা আলফা-নিউমেরিক কোড। এই কোডের মাধ্যমেই শাখাগুলিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনলাইন মানি ট্রান্সফার অর্থাৎ এনইএফটি এবং আরটিজিএস-এর ক্ষেত্রে এই কোড জরুরি। গ্রাহকরা তাদের নির্দিষ্ট ব্যাঙ্কের শাখার আইএফএসসি কোড পেয়ে যান চেক বই-এর পাতায়।

এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর (রিটেল অ্যান্ড ডিজিটাল ব্যাঙ্কিং) প্রবীন গুপ্তা জানিয়েছেন, গ্রাহকদের এই পরিবর্তন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।

হঠাৎই এসবিআই-এর ১৩০০ শাখার আইএফএসসি কোডের পরিবর্তন

তবে যদি, পুরনো আইএফএসসি কোডের ওপর ভিত্তি করে কোনও পেমেন্ট পাঠানো হয়, তাহলে তা নিজে থেকেই নতুন কোডকে বেছে নেবে। এরজন্য গ্রাহকদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন প্রবীন গুপ্তা। এসবিআই-এর ওয়েবসাইটে শাখাগুলির পুরনো ও নতুন নামের সঙ্গে পরিবর্তিত আইএফএসসি কোডও দিয়ে দিয়েছে।

গ্রাহকদেরও তাদের এসবিআই শাখার মাধ্যমে পরিবর্তিত আইএফএসসি কোড সম্পর্কে দেখে নিতে অনুরোধ করা হয়েছে।

English summary
SBI has changed the name and IFSC code for 1300 of its branches due to the merger of five of its associates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X