For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম-এ নগদ সংকটের সুরাহা কবে? কী বলছেন এসবিআই-এর চেয়ারম্যান

দেশের বিভিন্ন শহরে এটিএম-এ নগদ সংকট সুরাহার ইঙ্গিত দিলেন এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার। তাঁর আশ্বাস শুক্রবারের মধ্যেই মিটে যাবে নগদ সংকট।

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন শহরে এটিএম-এ নগদ সংকট সুরাহার ইঙ্গিত দিলেন এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার। তাঁর আশ্বাস শুক্রবারের মধ্যেই মিটে যাবে নগদ সংকট। যেসব রাজ্যে নগদের সংকট তৈরি হয়েছে সেইসব রাজ্যে নোট পাঠানো হয়েছে।

এটিএম-এ নগদ সংকটের সুরাহা কবে? কী বলছেন এসবিআই-এর চেয়ারম্যান

এর আগে এসবিআই জানিয়েছিল, এটিএম থেকে মাত্রাতিরিক্ত নগদ তোলার জন্যই এই সংকট তৈরি হয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা। যা সারা দেশে এটিএম থেকে তোলা টাকার এক তৃতীয়াংশ।

২০১৮ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে প্রায় ১৫,২৯১ বিলিয়ন টাকা এটিএমের মাধ্যমে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। যা আগের মাসের থেকে প্রায় ১২.২ শতাংশ বেশি।

এর আগে অন্ধ্রপ্রদেশ-সহ দেশের একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলে বুধবার। ক্যাশ টাকা লুকিয়ে রাখার অভিযোগ ওঠায় এই তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। এর পাশাপাশি আরবিআই-এ নগদ সংকট মেটাতে ব্যবস্থা নিয়েছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, বিহারের এটিএমগুলিতে প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকা পাঠানো হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী সমস্যাটা বেশি অন্ধ্র এবং তেলেঙ্গানাতে।

English summary
SBI Chairman Rajnish Kumar says problem of cash crunch will be resolved by friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X