For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোনের চার্জ যেকোনও চার্জিং স্টেশনে দিতে সাবধান! এসবিআই সূত্রে সতর্কতা জারি

ফোনে চার্জ না থাকলে অনেকেই রাস্তাঘাটের বিভিন্ন চার্জিং স্টেশনে চার্জস দিয়ে দেন। ট্রেনে , বাসে ,গাড়িতে কিম্বা স্টেশন চত্বরে ফোনে চার্জ দিতে অনেকেই স্বচ্ছন্দ্য।

  • |
Google Oneindia Bengali News

ফোনে চার্জ না থাকলে অনেকেই রাস্তাঘাটের বিভিন্ন চার্জিং স্টেশনে চার্জস দিয়ে দেন। ট্রেনে , বাসে ,গাড়িতে কিম্বা স্টেশন চত্বরে ফোনে চার্জ দিতে অনেকেই স্বচ্ছন্দ্য। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, রাস্তাঘাটে যেকোনও চার্জিং স্টেশনে ফোনো চার্জ দিতে সাবধান। কারণ সেই চার্জিং-ই আপনার ব্যাঙ্কের যাবতীয় নথি অন্য কাউকে হাতিয়ে নিতে সাহায্য় করতে পারে।

সতর্কবার্তায় কী বলা হয়েছে?

সতর্কবার্তায় কী বলা হয়েছে?

এসবিআই সূত্রে বলা হয়েছে, 'নিজের ফোন যেকোনও চার্জিং স্টেশনে চার্জ দেওয়ার আগে ২ বার ভাবুন। মেলওয়্যার এর মাধ্যমে আপনার ফোনো সংক্রমিত হতে পাকে। আর এর হাত ধরেই হ্যকাররা আপনার পাসওয়াার্ড সহ বিভিন্ন গোপন তথ্য পাচার করতে পারে।'

 মেলওয়্যার থেকে সাবধান!

মেলওয়্যার থেকে সাবধান!

এসবিআই ব্যাঙ্ক সূত্রের দাবি, বিভিন্ন চার্জিং স্টেশনে মেলওয়্যার বাইটস রয়েছে। যার হাত ধরে গোপন নথি হাতিয়ে নিতে অভ্যস্ত হ্যাকাররা। এর হাত ধরে ব্যাঙ্কের এটিএম পাসওয়ার্ডও বেরিয়ে যেতে পারে। ফলে যেখানে সেখানে ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকারই বার্তা দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।

'জুস জ্যাকিং' নিয়ে সতর্কতা

'জুস জ্যাকিং' নিয়ে সতর্কতা

এসবিআই জানিয়ে দিয়েছে, একমাত্র জুস জ্যাকিং প্রযুক্তিতেই এই তথ্য হাতানোর কাজ করে নেয় । আর ইউএসবি চার্জার দিয়ে এই চার্জ করার ফলে ব্যাঙ্কের সমস্ত তথ্য বাইরে বেরিয়ে যায় এই প্রযুক্তিতে। তাই সাবধানে এগিয়ে যেতে হবে বলে বার্তা দিয়েছে এসবিআই।

আধার-এ নাগরিকত্বের প্রমাণ হয় না! আদালতের নির্দেশে কারাবাস মহিলারআধার-এ নাগরিকত্বের প্রমাণ হয় না! আদালতের নির্দেশে কারাবাস মহিলার

English summary
‘Think Twice Before You Plug in Your Phone at Charging Stations’, SBI Issues an Alert.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X