For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই অ্যাপের ইউপিআই, নেট ব্যাঙ্কিং পরিষেবা আজ ব্যাহত, জানুন বিস্তারিত

Google Oneindia Bengali News

দেশে ইতিমধ্যেই করোনার জেরে করুণ পরিস্থিতি । কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত করোনার প্রবল দাপট রীতিমতো বিপাকে ফেলেছে দেশকে। এমন পরিস্থিতিতে নেট ব্যাঙ্কিং বা ইউপিআই মাধ্যমে লেনদেন অনেকেই পছন্দ করেন। তবে ৭ মে এসবিআইয়ের তরফে সেই পরিষেবা খানিকটা ব্যাহত হবে বলে জানা গিয়েছে।

 এসবিআইয়ের তরফে যা জানানো হয়

এসবিআইয়ের তরফে যা জানানো হয়

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২২:১৫ মিনিট থেকে ৭ মে ব্যাঙ্কের কিছু মেইনটেনেন্সের কাজ হওয়ার কথা রয়েছে। এটি ৮ মে ১:৪৫ মিনিট পর্যন্ত চলবে। এই কাজের জেরেই আপাতত এসবিআই ব্যাঙ্কের পরিষেবা আজ খানিকটা ব্যাহত হতে পারে।

 কোন কোন পরিষেবায় পড়বে আঁচ?

কোন কোন পরিষেবায় পড়বে আঁচ?

প্রসঙ্গত, এসবিআই নেট ব্যাঙ্কিং, ইয়োনো অ্যাপে এর প্রভাব পড়তে পারে। এছাড়াও ইউপিআইয়ের মারফৎ এসবিআই অ্যাকাউন্টের লেনদেনে এর বড় প্রভাব পড়ে পারে বলে খবর। ইয়োনো লাইট অ্যাপেও এর প্রভাব থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মে এসবিআইয়ের যে সমস্ত লেনদেনের মাধ্যম রয়েছে তাতেই এর প্রভাব পড়তে পারে।

এসবিআই ও বিস্তারিত তথ্য

এসবিআই ও বিস্তারিত তথ্য

গোটা দেশে এসবিআইয়ের ৫৭,৮৮৯ টি শাখা রয়েছে এটিএমের। রয়েছে ২২ হাজার ব্যাঙ্কিং শাখা। ভারতের বৃহত্তম এই ব্যাঙ্কের, সঙ্গে ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং গ্রাহক সম্পর্কিত। ৩১ ডিসেম্বর ২০২০ সালের হিসাব অনুযায়ী এমনই তথ্য প্রকাশিত হচ্ছে। এসবিআই ইয়োনোর আপাতত ৩৪.৫ মিলিয়ন রেজিস্টার্ড গ্রাহক রয়েছে। প্রতিদিন ইয়োনোতে ৯ মিলিয়ন লগ ইন আসে।

ইয়োনো অ্যাপ ও গ্রাহক

ইয়োনো অ্যাপ ও গ্রাহক

এসবিআই ১.৫ মিলিয়ন অ্যাকাউন্ট খুলেছে ইয়োনো অ্যাপের হাত ধরে। ২০২০ ডিসেম্বরে এসবিআইয়ের হাত ধরে ইয়োনোর সেভিংস ব্যাঙ্ক গ্রাহকরা এএসবিআইয়ের ক্ষেত্রে একটি তাৎপর্যভূমিকা নিয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাঁরা ঋণের আবেদন করছেন, তাঁরা ৫ বিপিএস ছাড় পাবেন বলে জানা গিয়েছে।

English summary
SBI App services to be unavailable on 7 May, here are some details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X