For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেপোরেট কমতেই গৃহঋণে সুদের হার কমাল এসবিআই

কিছুক্ষণ আগেই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছে। ৩৫বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে এসবিআই যা গত ৯ মাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

Google Oneindia Bengali News

কিছুক্ষণ আগেই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছে। ৩৫বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে এসবিআই যা গত ৯ মাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। সেই ঘোষণার একঘণ্টার মধ্যেই সবরকম ঋণের উপর সুদের হার কমানোর কথা ঘোষণা করল এসবিআই।

কমছে গাড়ি-বাড়ির সুদের হার

কমছে গাড়ি-বাড়ির সুদের হার

গাড়ি, বাড়ি ঋণে সুদের হার কমতে চলেছে। ১০ অগস্ট থেকে কার্যকর হতে চলেছে এই নয়া সুদের হার। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হযেছে এমসিএলআর বা তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণের ক্ষেত্রে সুদের হার বছরে ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে ৮.২৫ শতাংশ করা হল।

আমানতে বাড়ছে না সুদের হার

আমানতে বাড়ছে না সুদের হার

ঋণের ক্ষেত্রে সুদের হার কমলেও আমানতে কিন্তু সুদের হার বাড়ানোর চিন্তা করছে না এসবিআই। কয়েক সপ্তাহ আগেই স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছে তারা। রেয়াত করেনি প্রবীণ নাগরিকদেরও। ঋণের উপর সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই সুযোগ সবচেয়ে বেশি নেবেন মধ্যবিত্ত ক্রেতারা। উ‌ৎসবের মরশুমের আগে এসবিআইয়ের এই সিদ্ধান্ত বাজারে স্থিরতা আনতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

চলছে নানা নির্ধারণ

চলছে নানা নির্ধারণ

এসবিআইয়ের এই সিদ্ধান্ত অনুসরণ করে অন্যব্যাঙ্ক গুলিও তাদের ঋণের সুদের হার কমাবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। আজ সকালেই রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে বৈঠক করেছে। দেশের আর্থিক উন্নয়নের স্বার্থে একাধিক আর্থিক নীতি লঘু করার চিন্তাভাবনা করেছেন তাঁরা। প্রথম পদক্ষেপেই রেপোরেট কমিয়ে ৩৫ বেসিস পয়েন্ট করা হয়েছে।

English summary
SBI announced reduction in its home loan interest rates across all tenors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X