For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় সাভারকারের ছবি, প্রবল বিক্ষোভ কংগ্রেসের, কী বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় সাভারকারের ছবি, প্রবল বিক্ষোভ কংগ্রেসের, কী বললেন মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের সঙ্গে সীমানা নিয়ে সংঘাত চলছে কর্নাটকের। বালাগভী আসলে কার দখলে থাকবে তা নিয়েই চলছে বিবাদ। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেই সীমানা সংঘাত। এরই মাঝে আবার নতুন বিতর্ক তৈরি হয়েছে সাভারকারের মূর্তি নিয়ে। কর্নাটকের বালাগভীতে নাকি বিধানসৌধে বসেছে বীর সাভারকারের মূর্তি। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সেই বিধানসৌধের উদ্বোধন করেছিলেন। তারপরে সেই বিধান সৌধে সাভারকারের মূর্তির উদ্বোধন করেন বিশ্বেশ্বর খাগড়েই।

বিধানসভায় সাভারকারের ছবি, প্রবল বিক্ষোভ কংগ্রেসের, কী বললেন মুখ্যমন্ত্রী

মূর্তি বিতর্কে এখন তোলপাড় কর্নাটক। বালাগভিতে বিধানসৌধে মহাত্মা গান্ধীর মূর্তির সঙ্গে বসেছে বীর সাভারকরের মূর্তি। এই নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সেই বিধান সৌধে রয়েছে মহাত্মা গান্ধী, বাসবান্না, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, সর্দার প্যাটেল, বিআর আম্বেদকেরর মূর্তি। তার সঙ্গে বসানো হয়েছে বীর সাভারকারের মূর্তিও। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

তারই প্রতিবাদে কর্নাটকের বিধানসভা অধিবেশন উত্তাল হয়েছিল সোমবার। বিক্ষোভ দেখােত শুরু করেছিলেন কংগ্রেস বিধায়করা। বিধানসভা ভবনে ছবি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বীর সাভারকারের ছবি নিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তার পাল্টা জবাবে বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন বিধানসভা অধিবেশন পণ্ড করতেই কংগ্রেস বিধায়করা অকারণে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যাকে কেউ প্রশ্ন করতে না পারে সেকারণেই বিক্ষোভ দেখিয়ে পরিস্থিতি অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন তাঁরা।

এদিকে কংগ্রেসের দলনেতা এস সিদ্দারামাইয়া জানিয়েছেন এটা তাঁদের প্রতিবাদ নয় তাঁদের দাবি। বিধানসভা থেকে সরিয়ে ফেলতে হবে বীর সাভারকারের ছবি। না হলে সরিয়ে ফেলতে হবে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের ছবি। এভাবে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা যাবে না বলে দাবি জানিয়েছেন তাঁরা। স্পিকার বিধানসভায় বীর সাভারকারের ছবি লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। প্রসঙ্গত উল্লেখ্য স্পিকারের চেয়ারের পাশেই বীর সাভারকারের ছবি টাঙানো হয়েছিল। এবং সোমবার সেটি উদ্বোধন করার কথা ছিল। তার আগেই কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধানসভায়। পণ্ড হয়ে যায় অধিবেশন।

বিজেপি এবার ময়দানে নামাচ্ছে সাংসদদের, মহাপরিকল্পনা বাংলার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবার ময়দানে নামাচ্ছে সাংসদদের, মহাপরিকল্পনা বাংলার পঞ্চায়েত নির্বাচনে

English summary
Massive protest over Savarkar statu at Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X