For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাভারকরের ব্যানার ছেঁড়া নিয়ে উত্তপ্ত কর্ণাটকের তুমাকুরু, আটক চার, জারি ১৪৪ ধারা

সাভারকরের ব্যানার ছেঁড়া নিয়ে উত্তপ্ত কর্ণাটকের তুমাকুরু, আটক চার, জারি ১৪৪ ধারা

Google Oneindia Bengali News

কর্ণাটকের তুমাকুরুতে বিনায়ক দামোদর সাভরকরের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে একদল সাভরকরের বেশ কিছু পোস্টার ও ব্যানার লাগায়। কিন্তু মঙ্গলবার তা ছিঁড়ে টিপু সুলতানের ছবি লাগানো হয় বলে অভিযোগ। যার জেরে উত্তেজনা দেখা দেয়। ক্রমেই পরিস্থিতি হিংসার আকার ধারণ করে। হিংসার ঘটনার যুক্ত থাকার সন্দেহে পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। তুমাকুরুতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ছুরিকাঘাতের ঘটনায় আটক চার

ছুরিকাঘাতের ঘটনায় আটক চার

কর্ণাটকের তুমাকুরুর আমির আহমেদ সার্কেলে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। স্থানীয় একটি কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারকরের পোস্টার লাগায়। অন্যদিকে, মঙ্গলবার বেশ কয়েকজন সাভারকরের পোস্টার ছিঁড়ে দেন। সেখানে টিপু সুলতানের ফ্লেক্স ও পোস্টার লাগানো হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়া। এলাকায় উত্তেজনা দেখা দেয়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর ফলে দুই জন আহত হন। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ

কর্ণাটক পুলিশের তরফে জানানো হয়েছে, ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দল আলোর খুঁটিতে একদল সাভারকারের পোস্টার লাগাতে যায়। অন্য একটি গোষ্ঠী সেখানে বাধা দেয়। সেখানে তারা টিপু সুলতানের ফ্লেক্স লাগানোর চেষ্টা করে। পুলিশের তরফে জানানো হয়েছে, সাভারকারের ছবি কেউ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এরপরেই দুই গোষ্ঠীর বিশাল সংখ্যক সমর্থক জড়ো হন। উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। জানা গিয়েছে, উভয় দল যেখানে সাভারকার ও টিপু সুলতানের ছবি লাগাতে চেয়েছিল, সেখানে জাতীয় পতাকা তোলা হয়েছে। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে বিজেপির প্রতি নরমভাব পোষণ করার অভিযোগ এনেছে অন্য একটি গোষ্ঠী।

বেঙ্গালুরুতে বির্তকিত ইদগাহে জাতীয় পতাকা উত্তোলন

বেঙ্গালুরুতে বির্তকিত ইদগাহে জাতীয় পতাকা উত্তোলন

সোমবার ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেঙ্গালুরুর বিতর্কিত ইদগাহ ময়দানে প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় গোটা এলাকা নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়। প্রায় ১,০০০ পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়। এই ইদগাহ ময়দানের মালিকানা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ওয়াকফ বোর্ড এই ময়দানকে তাদের বলে দাবি করে। সেখানে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনে বাধা দেয় ওয়াকফ বোর্ড। অন্যদিকে, হিন্দুদের তরফে জানানো হয়, ময়দানটি একটি খেলায় মাঠ। এখানে যে কোনও জাতীয় উৎসব পালন করা হবে। ওয়াকফ বোর্ড মালিকানার উপযুক্ত নথি দেখাতে না পারায় এলাকাটির মালিকানা রাজস্ব বিভাগকে হস্তান্তর করা হয়েছে বেঙ্গালুরুর স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রতীকী ছবি

English summary
Savarkar banner torn in Karnataka tumakuru, detained four and sec 144 imposed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X