For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয়দের মক্কা-মদিনায় যাওয়ার কোটা বহুগুণ বাড়িয়ে দিল সৌদি সরকার

সৌদি আরবের সরকার ভারতীয় হজযাত্রীদের জন্য নতুন সুখবর শোনাল। ২০১৭ বর্ষে হজ যাত্রীদের কোটা প্রায় ৩৪৫০০টি বাড়াল সৌদি সরকার। অর্থাৎ এবছর মোট ১ লক্ষ ৭০ হাজার ভারতীয় মক্কা-মদিনার দর্শন করতে পারবেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : সৌদি আরবের সরকার ভারতীয় হজযাত্রীদের জন্য নতুন সুখবর শোনাল। ২০১৭ বর্ষে হজ যাত্রীদের কোটা প্রায় ৩৪৫০০টি বাড়াল সৌদি সরকার। আরও বেশি করে ভারতীয়রা যাতে পবিত্র মক্কা-মদিনায় যেতে পারেন তার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

অর্থাৎ এবছর মোট ১ লক্ষ ৭০ হাজার ভারতীয় মক্কা-মদিনার দর্শন করতে পারবেন। কেন্দ্রের তরফে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি। গত ২৯ বছরে এই প্রথম এতজনকে ভিসা দেবে সৌদি সরকার। এমনটাই জানানো হয়েছে।

ভারতীয়দের মক্কা-মদিনায় যাওয়ার কোটা বহুগুণ বাড়িয়ে দিল সৌদি সরকার

এতদিন ফি বছর মক্কা-মদিনার দর্শনের জন্য ১ লক্ষ ৩৬ হাজার জনকে ভিসা দেওয়া হতো। এবছর সেই সংখ্যাটি বাড়িয়ে দেওয়ায় আরও বেশি করে মানুষ হজে যেতে পারবেন।

সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মুক্তার আব্বাস নকভি জানান, ভারতের নাগরিকদের হয়ে আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি মক্কা-মদিনার কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমন সিদ্ধান্ত ভারত-সৌদি সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২ জানুয়াকি থেকে হজ যাত্রার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ২৪ জনুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

English summary
The government of Saudi Arabia has raised the Haj pilgrim quota by 34,500 for the year 2017. This has increased the chances of more Indian pilgrims to go for the holy pilgrimage to Mecca. Now, 1.70 lakh Indians can go for the pilgrims every year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X