For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর ভোট-যুদ্ধে কার দখলে কটি আসন থাকবে, পঞ্চম দফা ভোটের পর উঠে আসছে নয়া ইঙ্গিত

২০১৯ লোকসভা ভোট একেবারে শেষের মুখে। পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে, আর মতা্র দু-দফার ভোট বাকি। তার আগেই সাট্টা বাজার আভাস দিল, ২০১৯-এর যুদ্ধ শেষে কী ঘটতে চলেছে।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোট একেবারে শেষের মুখে। পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে, আর মোটে দু-দফার ভোট বাকি। তার আগেই সাট্টা বাজার আভাস দিল, ২০১৯-এর যুদ্ধ শেষে আগামী ২৩ মে কী ঘটতে চলেছে। কার হাতে উঠে আসতে চলেছে দেশের ভার। এনডিএ না ইউপিএ, বিজেপি না কংগ্রেস, নাকি তৃতীয় ফ্রন্ট। দেশের চার বড় শহরের সাট্টা বাজার অবশ্য কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণও করেছে।

আর বাকি ১১৮

আর বাকি ১১৮

৫৪৩ আসনের মধ্যে আর মাত্র ১১৮ আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে বাকি। অর্থাৎ ৪২৫ আসনে ভোট হয়ে গিয়েছে। ফলস্বরূপ সিংহভাগ আসনের ফয়সালা করে দিয়েছেন দেশের মানুষ। এখন দেখার দেশের মানুষ কোন দিকে রায় দিলেন। রাফালে না বোফর্স, সার্জিক্যাল স্ট্রাইক নাকি ন্যায় প্রকল্পের আশ্বাস!

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন

সাট্টা বাজার মনে করছে, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারছে না কেউই। তবে এনডিএ-ই দেশের ক্ষমতায় আসার ব্যাপারে পিছিয়ে পড়লেও, সাট্টা বাজার মনে করছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ এখনও ক্ষমতায় আসতে পারে।

কে কটি আসন

কে কটি আসন

সাট্টা বাজারে এনডিএ সরকারের পক্ষে বাজি ১১ টাকা আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র পক্ষে বাজি উঠেছে ৩৩ টাকা। পান্টার্সদের মতে এনডিএ ১৮৫ থেকে ২২০টি আসন পেতে পারে। আর ইউপিএ পেতে পারে ১৬০ থেকে ১৮০ আসন।

ফ্রন্টের পালে হাওয়া

ফ্রন্টের পালে হাওয়া

এর আগে সাট্টা বাজারের বুকিরা ধারণা করেছিল, বিজেপির পেতে পারে ২৫০টি। আর ইউপিএ পেতে পারে ৭২ থেকে ৭৫টি। বর্তমানে বাজারের প্রবণতা, এনডিএ এবং ইউপিএকে ধাক্কা দিয়ে তৃতীয় ফ্রন্ট বা মহাজোট ২২৫ থেকে ২৫০ আসন পেতে পারে।

সাট্টা বাজারের মতে

সাট্টা বাজারের মতে

সুরাট, মুম্বই, কলকাতা ও দিল্লির মতো শহরগুলিতে সাট্টা বাজারের মতে মহাজোট এবার দুই প্রধান দলের থেকে ভালো ফল করতে পারে। পেতে পারে আশাব্যাঞ্জক সংখ্যা। যতক্ষণ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নিজেদের রাজ্যের উদ্বেগ না কাটছে, ততক্ষণ গেরুয়া শিবিরের পক্ষে খবর খারাপই।

[আরও পড়ুন:ক্ষমতায় এলে আগামী ৫ বছর সনিয়ার জামাইয়ের অবস্থান কোথায়! সভায় জানালেন মোদী][আরও পড়ুন:ক্ষমতায় এলে আগামী ৫ বছর সনিয়ার জামাইয়ের অবস্থান কোথায়! সভায় জানালেন মোদী]

মোদী-রাজ্যে কে কটি

মোদী-রাজ্যে কে কটি

বুকি বা সাট্টা বাজারকে যদি বিশ্বাস করা যায়, তবে বিজেপি এবার গুজরাটের ছয়টি আসন হারতে পারে। সুরাট, মুম্বই এবং দিল্লীর সাট্টা বাজারের অবশ্য ভিন্ন মত। দিল্লির বাজার মনে করছে, বিজেপি গুজরাটে ২২টি আসন পেতে পারে। আর কংগ্রেস পাবে মাত্র চারটি আসন। আর সুরাট ও মুম্বইয়ের বাজার মনে করছে গুজরাটে ১৯ আসনে জিততে পারে বিজেপি, সাত আসন কংগ্রেসের দখলে যাবে।

[আরও পড়ুন: মোদী দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছেন, তাই দেশরক্ষায় বিদায় দিন, তোপ মমতার][আরও পড়ুন: মোদী দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছেন, তাই দেশরক্ষায় বিদায় দিন, তোপ মমতার]

English summary
Satta Bazar predicts who will win 2019 Lok Sabha Election. Regional Parties gives tough fight to NDA and UPA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X