For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী না রাহুল! নাকি মমতা-মায়াবতীদের মধ্যে কেউ, কার দখলে দিল্লি! জানুন কার কত সম্ভাব্য আসন

২০১৯-এর যুদ্ধ শেষ। দিল্লির কুর্সিতে কে বসছেন তা নিয়ে সাট্টা বাজার এখন থেকেই আভাস দিতে শুরু করেছে।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা ভোটের যুদ্ধ প্রায় শেষের পথে। দিল্লির কুর্সিতে কে বসছেন তা নিয়ে সাট্টা বাজার এখন থেকেই আভাস দিতে শুরু করেছে। এনডিএ, ইউপিএ থেকে শুরু করে তৃতীয় ফ্রন্ট - কার পাল্লা এবার ভারী তা নিয়েই মত উঠে আসছে সাট্টা বাজার থেকেও। এবার লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল কার পালে বইতে চলেছে, তার আভাস দিলেন পান্টার্সরা।

এনডিএ-র সম্ভাব্য আসন

এনডিএ-র সম্ভাব্য আসন

পান্টার্সদের মতে এনডিএ-ই এবার এগিয়ে থাকবে। তবে তারা এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এনডিএ ২৪০-এর কম-বেশি আসন পেতে পারে। ১০ প্লাস বা মাইনাস হতে পারে ওই সংখ্যার সঙ্গে। এমনটাই অভিমত সাট্টা বাজারের একাংশে।

ইউপিএ-র সম্ভাব্য আসন

ইউপিএ-র সম্ভাব্য আসন

একইভাবে ইউপিএ পেতে পারে ১৪৫-এর কম-বেশি আসন। সেক্ষেত্রেও ১৪৫টির সঙ্গে ১০ বাড়তে পারে। আবার ১০ কমতেও পারে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগাক কেউই ছুঁতে পারবে না। তবে কোনও নতুন সঙ্গী পেলে এনডিএ-ই ফিরতে পারে ক্ষমতায়।

ফেডারেল ফ্রন্টের কত

ফেডারেল ফ্রন্টের কত

এনডিও যদি ২৪০ আর ইউপিএ ১৪৫ পায় তবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ৩৮৫। সেক্ষেত্রে অন্যান্যরা পাবেন ১৬৮টি আসন। অর্থাৎ তৃণমূল, সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি, বিজেডি, টিআরএস-সহ অন্যান্যরা পাবে ওই আসন।

উত্তরপ্রদেশ ও বিহার

উত্তরপ্রদেশ ও বিহার

সাট্টা বাজারের ধারণা, উত্তরপ্রদেশ-বিহারে ধাক্কা খেতে চলেছে। ২০১৪-য় যেখানে ৮০টির মধ্যে ৭৩টি আসনে জিতেছিল বিজেপি এবার সেখানে এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে আসন। বিহারেও কংগ্রেস-আরডেজি জোট পেতে পারে ১৫টি আসন। বিজেপি-জেডিইউ পেতে পারে ২৫টি।

বাংলা ও ওড়িশা

বাংলা ও ওড়িশা

বাংলায় বিজেপি ২৩টি আসন পেতে পারে বলে হুঙ্কার ছাড়লেএ সাট্টা বাজার মনে করছে, বিজেপি এখানে ১০টি আসন পেতে পারে। ওড়িশাতেও পেতে পারে ১০টি আসন। আর দক্ষিণের রাজ্যগুলিতেও নিরাশ করতে এনডিএ বা বিজেপি। কর্ণাটক ছাড়াও কোথাও আশাতীত ফল করতে পারবে না তারা।

মোদী-রাজ্য গুজরাট

মোদী-রাজ্য গুজরাট

বুকি বা সাট্টা বাজার মনে করছে, বিজেপি এবার গুজরাটের ছয়টি আসন হারতে পারে। সুরাট, মুম্বই এবং দিল্লির সাট্টা বাজারের অবশ্য ভিন্ন মত। দিল্লির বাজার মনে করছে, বিজেপি গুজরাটে ২২টি আসন পেতে পারে। আর কংগ্রেস পাবে মাত্র চারটি আসন। আর সুরাট ও মুম্বইয়ের বাজার মনে করছে গুজরাটে ১৯ আসনে জিততে পারে বিজেপি, সাত আসন কংগ্রেসের দখলে যাবে।

English summary
Satta Bazar predicts 2019 Lok Sabha Election result before 23 May. Probable seats that can win UPA or NDA or others,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X