For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মইন কুরেশি কাণ্ডে জড়িত ব্যবসায়ী সতীশ সানা বাবুকে গ্রেফতার করল ইডি

মাংস রফতানি করা ব্যবসায়ী মইন কুরেশির সঙ্গে আর্থিত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল ইডি।

Google Oneindia Bengali News

মাংস রফতানি করা ব্যবসায়ী মইন কুরেশির সঙ্গে আর্থিত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করল ইডি। শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে ইডি। প্রাক্তন সিবিআই অফিসার এপি সিংকেও ঘুষ দেওয়ার অভিযোগ করেছে তার বিরুদ্ধে।

মইন কুরেশি কাণ্ডে জড়িত ব্যবসায়ী সতীশ সানা বাবুকে গ্রেফতার

এই মামলায় প্রাক্তন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধেও তদন্ত চলছে। ২০১৭ সালে মইন কুরেশির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ঘটনাতেই জড়িত ছিলেন হায়দরাবাদের এই ব্যবসায়ী সতীশ বানা সানা।

প্রাক্তন সিবিআই ডিরেক্টর এপি সিংয়ের বিরুদ্ধেও এই মামলায় তদন্ত চলছে। মইন কুরেশি মামলায় সতীশ সানা বাবুর বয়ানেই প্রকাশ্যে এসেছিল দুই সিবিআই আধিকারিকদের দুর্নীতির বিষয়টি। অভিযোগ মামলাটি ধামাচাপা দেওয়ার জন্‌য় ২০১৭ সালের ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ৩ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল তৎকালীন সিবিআই আধিকারিকদের‌। তারপরেই তদন্ত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

গ্রেফতারি আটকাতে সিবিআই ডিরেক্টর অলোক ভর্মাকে ২ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে সতীশ সানার গ্রেফতারিতে রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে গতি আসবে।

English summary
Satish Sana Babu was arrested in connection with Moin Qureshi PMLA case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X