For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ু : মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পালানিস্বামী, শনিবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ

বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করতে চলেছেন শশীকাল গোষ্ঠীর প্রতিনিধি তথা এআইডিএমকের নবনির্বাচিত প্রধান কে পালানিস্বামী।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই,১৬ ফেব্রুয়ারি :৩১ জন সদস্যকে নিয়ে নিজের মন্ত্রীসভা গঠন করতে চলেছেন তামিলনাডুর সদ্য বিবেচিত মুখ্যমন্ত্রী পালানিস্বামী। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিলেন। রাজ্যপালের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিরোধী দল ডিএমকে।

এর আগে আজ সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে এইডিএমকে-এর নবনির্বাচিত প্রধান পালানিস্বামীকে বেছে নিলেন রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে সরকার গঠনের জন্য বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করার আহ্বান জানান রা্জ্যপাল। শনিবার ১৮ ই ফেব্রুয়ারি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের লড়াই তামিলনাড়ুতে।

তামিলনাড়ু : পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিলেন রাজ্যপাল

এর আগে ,বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করেন শশীকাল গোষ্ঠীর প্রতিনিধি তথা এআইডিএমকের নবনির্বাচিত প্রধানকে পালানিস্বামী। এরপরই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পালানিস্বামীকে আহ্বান করেন রাজ্যপাল।l সূত্রের দাবি খুব শিগিররিই হতে পারে তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।[তামিলনাড়ুর রাজনৈতিক জট : পন্নির ক্যাম্পে যোগ দিলেন জয়ললিতার ভাইঝি দীপা]

রাজনৈতিক মহলের ধারনা আগে থেকেই ছিল যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পালানিস্বামী। এক সপ্তাহের মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেওয়া হতে পারে বলেও অনকেই মনে করেছিলেন। এদিকে নিজের পরিবর্ত হিসাবে পালানিস্বামীকেই নির্বাচন করে জেল রওনা দিয়েছেন চিনাম্মা শশীকলা নটরাজন।[বর্তমান প্রেক্ষাপটে কোনদিকে গড়াতে পারে তামিলনাড়ু রাজনীতি? চারটি সম্ভাবনা]

জানা গিয়েছে, রাজ্যপালের কাছে ইতিমধ্যেই তাঁর সমর্থনে থাকা ১২৪ জন বিধায়কের নামের তালিকা জমা দিয়েছেন পালানিস্বামী। সূত্রের খাবর, পন্নিরসলবম ক্যাম্পের চেয়ে এই মুহুর্তে বিধায়কের সংখ্যায় এগিয়ে পালানস্বামী গোষ্ঠী। ফলত তাঁর মুখ্যমন্ত্রীত্বের দাবি অনেকটাই জোড়ালো। দুই দলের বিধায়কের সংখ্যার ফারাক ১০-এর মধ্যে ঘোরাফেরা করছে বলে সূত্রের দাবি।[হোটেল বিলাস, মাসাজ, ওয়াটার স্কি-তে মজে এআইএডিএমকে বিধায়করা]

এদিকে, মুখ্যমন্ত্রীর পদে কাউকে বেছে নিতে রাজ্যপালের এত দেরি হওয়ার কারণে রীতিমত ক্ষুব্ধ শশীকাল শিবির। অন্যদিকে , রাজ্যপালের সঙ্গে দেখা করে গোল্ডেন বে রিসর্টে বিধায়কদের জো করে আটকে রাখেন শশীকলা বলে অভিযোগ জানাতে ছাড়েননি পন্নির সেলবমও। [তামিলনাড়ুকে আলাদা রাষ্ট্র করতে হবে, জাল্লিকাট্টু বিক্ষোভের মাঝেই পেশ দাবি]

English summary
Governor C Vidyasagar Rao has called for a meeting at 11.30 am with Elappadi Palanisamy, a man hand-picked by VK Sasikala for the post of the Chief Minister. Sources say, he is expected to decide by this afternoon who will take oath as Tamil Nadu's next Chief Minister. The swearing in ceremony could be held by this evening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X