শশীকলা নটরাজন হতে চলেছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী!
চেন্নাই, ৪ ফেব্রুয়ারি : এআইএডিএমকে প্রধান হওয়ার পরে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদেও খুব শীঘ্রই বসতে চলেছেন প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা নটরাজন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি শশীকলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। সোমবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দলের প্রধান কার্যালয়ে এআইএডিএমকে-র বিধায়কদের বৈঠক রয়েছে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে।

গতবছরের ডিসেম্বরে জে জয়ললিতার প্রয়াণের পরে এআইএডিএমকে-র প্রধানের পদে বসেন শশীকলা নটরাজন। ও অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো ও পন্নিরসেলবম মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন।
এর আগে এআইএডিএমকে মুখপাত্র ভি মৈত্রেয়ান জানিয়েছিলেন, শশীকলাকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে দল তৈরি। যেদিন তিনি চাইবেন সেদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন তিনি। তারপর অনেকবার দলের শীর্ষ নেতৃত্ব শশীকলাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছেন। এবার সেই ডাকে সাড়া দিতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, এআইএডিএমকে-র ট্র্যাডিশন হল যিনি দলের প্রধানের দায়িত্ব সামলাবেন, তিনিই একইসঙ্গে দল ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রীর পদও সামলাবেন। তবে জয়া মারা যাওয়ার পরে সেটা হয়নি। আগে পন্নিরসেলভম মুখ্যমন্ত্রী হন, পরে শশীকলা এআইএডিএমকে-র সর্বোচ্চ পদে বসেন।