For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা, ইস্তফা পন্নিরসেলবমের

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ও পন্নিরসেলবম। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমের জায়গায় এবার সরকারের দায়িত্ব নিতে চলেছেন শশীকলা।

Google Oneindia Bengali News

চেন্নাই, ৫ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা রবিবার বিধানসভায় এআইএডিএমকে নেত্রী হিসাবে নির্বাচিত হলেন। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবমের জায়গায় এবার সরকারের দায়িত্ব নিতে চলেছেন শশীকলা।

শশীকলাকে এআইএডিএমকে দলের সাধারণ সম্পাদক করার ঘোষণা পন্নিরসেলবমই করেছিলেন। রবিবার সকালে দলীয় বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে শশীকলাকে বিধানসভায় দলের নেত্রী হিসাবে বেছে নেওয়া হয়। এই ঘোষণার কয়েক মিনিটের মাথাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পন্নিরসেলবম।

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা, ইস্তফা পন্নিরসেলবমের

এআইএডিএমকে-র তরফে একটি টুইট করে বলা হয়েছে, পন্নিরসেলবম নিজেই শশীকলার নাম প্রস্তাব করেছিলেন। দলের মধ্যে এবং সরকারের মধ্যে তিনি চিন্নাম্মা বলেই পরিচিত। আরও একটি টুইট করে বলা হয়েছে, চিন্নাম্মা আগামী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তৈরি।

সূত্রের খবর সম্ভবত, ৭ বা ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণ করতে পারেন শশীকলা। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে উপ মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হতে পারেন পন্নিরসেলবম।

English summary
Sasikala to be next Tamil Nadu chief minister, Panneerselvam resigns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X